[4:141]
এরা এমনি
মুনাফেক যারা তোমাদের
কল্যাণ-অকল্যাণের প্রতীক্ষায়
ওঁৎপেতে থাকে। অতঃপর
আল্লাহর ইচ্ছায়
তোমাদের যদি কোন
বিজয় অর্জিত হয়, তবে তারা
বলে, আমরাও
কি তোমাদের সাথে
ছিলাম না? পক্ষান্তরে
কাফেরদের যদি আংশিক
বিজয় হয়, তবে বলে, আমরা কি তোমাদেরকে
ঘিরে রাখিনি এবং
মুসলমানদের কবল থেকে রক্ষা
করিনি? সুতরাং আল্লাহ
তোমাদের মধ্যে
কেয়ামতের দিন মীমাংসা
করবেন এবং কিছুতেই
আল্লাহ কাফেরদেরকে
মুসলমানদের উপর
বিজয় দান করবেন
না।
[4:142]
অবশ্যই
মুনাফেকরা প্রতারণা
করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই
নিজেদের প্রতারিত
করে। বস্তুতঃ
তারা যখন নামাযে
দাঁড়ায় তখন দাঁড়ায়, একান্ত
শিথিল ভাবে লোক
দেখানোর জন্য। আর তারা
আল্লাহকে অল্পই
স্মরণ করে।
[4:143]
এরা দোদুল্যমান
অবস্থায় ঝুলন্ত; এদিকেও
নয় ওদিকেও নয়। বস্তুতঃ
যাকে আল্লাহ গোমরাহ
করে দেন, তুমি তাদের জন্য
কোন পথই পাবে
না কোথাও।
[4:144]
হে ঈমানদারগণ!
তোমরা কাফেরদেরকে
বন্ধু বানিও না মুসলমানদের
বাদ দিয়ে। তোমরা
কি এমনটি করে নিজের
উপর আল্লাহর প্রকাশ্য
দলীল কায়েম করে
দেবে?
[4:145]
নিঃসন্দেহে
মুনাফেকরা রয়েছে
দোযখের সর্বনিম্ন
স্তরে। আর তোমরা
তাদের জন্য কোন
সাহায্যকারী কখনও
পাবে না।
[4:146]
অবশ্য
যারা তওবা করে
নিয়েছে, নিজেদের অবস্থার
সংস্কার করেছে
এবং আল্লাহর পথকে
সুদৃঢ়ভাবে আঁকড়ে
ধরে আল্লাহর ফরমাবরদার
হয়েছে, তারা থাকবে মুসলমানদেরই
সাথে। বস্তুতঃ আল্লাহ
শীঘ্রই ঈমানদারগণকে
মহাপূণ্য দান করবেন।
[4:147]
তোমাদের
আযাব দিয়ে আল্লাহ
কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা
প্রকাশ কর এবং
ঈমানের উপর প্রতিষ্ঠিত
থাক! আর আল্লাহ
হচ্ছেন সমুচিত মূল্যদানকারী
সর্বজ্ঞ।