[5:6]
হে মুমিনগণ, যখন তোমরা
নামাযের জন্যে
উঠ, তখন স্বীয় মুখমন্ডল
ও হস্তসমূহ কনুই
পর্যন্ত ধৌত কর
এবং পদযুগল গিটসহ। যদি তোমরা
অপবিত্র হও তবে
সারা দেহ পবিত্র
করে নাও এবং যদি
তোমরা রুগ্ন হও, অথবা প্রবাসে
থাক অথবা তোমাদের
কেউ প্রসাব-পায়খানা
সেরে আসে অথবা
তোমরা স্ত্রীদের
সাথে সহবাস কর, অতঃপর
পানি না পাও, তবে তোমরা
পবিত্র মাটি দ্বারা
তায়াম্মুম করে
নাও-অর্থাৎ, স্বীয়
মুখ-মন্ডল ও হস্তদ্বয়
মাটি দ্বারা মুছে
ফেল। আল্লাহ
তোমাদেরকে অসুবিধায় ফেলতে
চান না; কিন্তু তোমাদেরকে
পবিত্র রাখতে চান
এবং তোমাদের প্রতি
স্বীয় নেয়ামত পূর্ণ
করতে চান-যাতে
তোমরা কৃতজ্ঞাতা
প্রকাশ কর।
[5:7]
তোমরা
আল্লাহর নেয়ামতের
কথা স্মরণ কর, যা তোমাদের প্রতি
অবতীর্ণ হয়েছে
এবং ঐ অঙ্গীকারকেও
যা তোমাদের কাছ
থেকে নিয়েছেন, যখন তোমরা
বলেছিলেঃ আমরা
শুনলাম এবং মেনে
নিলাম। আল্লাহকে ভয়
কর।
নিশ্চয়ই
আল্লাহ অন্তরের
বিষয় সম্পর্কে
পুরোপুরি খবর
রাখেন।
[5:8]
হে মুমিনগণ, তোমরা
আল্লাহর উদ্দেশে
ন্যায় সাক্ষ্যদানের
ব্যাপারে অবিচল
থাকবে এবং কোন
সম্প্রদায়ের শত্রুতার
কারণে কখনও ন্যায়বিচার
পরিত্যাগ করো
না।
সুবিচার
কর এটাই খোদাভীতির
অধিক নিকটবর্তী। আল্লাহকে
ভয় কর। তোমরা যা
কর, নিশ্চয়
আল্লাহ সে বিষয়ে
খুব জ্ঞাত।
[5:9]
যারা
বিশ্বাস স্থাপন
করে, এবং সৎকর্ম
সম্পাদন করে, আল্লাহ
তা?েদরকে
ক্ষমা ও মহান প্রতিদানের
প্রতিশ্রুতি দিয়েছেন।