[5:24]

তারা বললঃ হে মূসা, আমরা জীবনেও কখনো সেখানে যাব না, যতক্ষণ তারা সেখানে থাকবেঅতএব, আপনি ও আপনার পালনকর্তাই যান এবং উভয়ে যুদ্ধ করে নিনআমরা তো এখানেই বসলাম

[5:25]

মূসা বললঃ হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের উপর ও নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখিঅতএব, আপনি আমাদের মধ্যে ও এ অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্কচ্ছেদ করুন

[5:26]

বললেনঃ এ দেশ চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্যে হারাম করা হলতারা ভুপৃষ্ঠে উদভ্রান্ত হয়ে ফিরবেঅতএব, আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্যে দুঃখ করবেন না

[5:27]

আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শুনানযখন তারা ভয়েই কিছু উৎসর্গ নিবেদন করেছিল, তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নিসে বললঃ আমি অবশ্যই তোমাকে হত্যা করবসে বললঃ আল্লাহ ধর্মভীরুদের পক্ষ থেকেই তো গ্রহণ করেন

[5:28]

যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত কর, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব নাকেননা, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি

[5:29]

আমি চাই যে, আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাওঅতঃপর তুমি দোযখীদের অন্তর্ভূক্ত হয়ে যাওএটাই অত্যাচারীদের শাস্তি

[5:30]

অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদুদ্ধ করল অনন্তর সে তাকে হত্যা করলফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল

[5:31]

আল্লাহ এক কাক প্রেরণ করলেনসে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে, আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবেসে বললঃ আফসোস, আমি কি এ কাকের সমতুল্যও হতে পারলাম না যে, আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করিঅতঃপর সে অনুতাপ করতে লাগল