[5:71]
তারা
ধারণা করেছে যে, কোন অনিষ্ট
হবে না। ফলে তারা আরও অন্ধ
ও বধির হয়ে গেল। অতঃপর
আল্লাহ তাদের তওবা
কবুল করলেন। এরপরও
তাদের অধিকাংশই
অন্ধ ও বধির হয়ে
রইল। আল্লাহ
দেখেন তারা যা
কিছু করে।
[5:72]
তারা
কাফের, যারা বলে যে, মরিময়-তনয়
মসীহ-ই আল্লাহ; অথচ মসীহ
বলেন, হে
বণী-ইসরাঈল, তোমরা
আল্লাহর এবাদত
কর, যিনি আমার
পালন কর্তা এবং তোমাদেরও
পালনকর্তা। নিশ্চয়
যে ব্যক্তি আল্লাহর
সাথে অংশীদার স্থির
করে, আল্লাহ
তার জন্যে জান্নাত
হারাম করে দেন। এবং তার
বাসস্থান হয় জাহান্নাম। অত্যাচারীদের
কোন সাহায্যকারী
নেই।
[5:73]
নিশ্চয়
তারা কাফের, যারা বলেঃ
আল্লাহ তিনের এক; অথচ এক উপাস্য
ছাড়া কোন উপাস্য
নেই। যদি
তারা স্বীয় উক্তি
থেকে নিবৃত্ত না
হয়, তবে তাদের
মধ্যে যারা কুফরে
অটল থাকবে, তাদের
উপর যন্ত্রনাদায়ক
শাস্তি পতিত হবে।
[5:74]
তারা
আল্লাহর কাছে তওবা
করে না কেন এবং
ক্ষমা প্রার্থনা
করে না কেন? আল্লাহ
যে ক্ষমাশীল, দয়ালু।
[5:75]
মরিয়ম-তনয়
মসীহ রসূল ছাড়া
আর কিছু নন। তাঁর পূর্বে অনেক রসূল
অতিক্রান্ত হয়েছেন
আর তার জননী একজন
ওলী। তাঁরা
উভয়েই খাদ্য ভক্ষণ করতেন। দেখুন, আমি তাদের
জন্যে কিরূপ যুক্তি-প্রমাণ
বর্ননা করি, আবার দেখুন, তারা উল্টা
কোন দিকে যাচেছ।
[5:76]
বলে দিনঃ
তোমরা কি আল্লাহ
ব্যতীত এমন বস্তুর
এবাদত কর যে, তোমাদের
অপকার বা উপকার
করার ক্ষমতা রাখে
না? অথচ আল্লাহ
সব শুনেন ও জানেন।