[2:84]
যখন আমি তোমাদের
কাছ থেকে অঙ্গীকার
নিলাম যে, তোমরা পরস্পর খুনাখুনি
করবে না এবং নিজেদেরকে
দেশ থেকে বহিস্কার
করবে না,
তখন তোমরা
তা স্বীকার
করেছিলে এবং তোমরা
তার সাক্ষ্য দিচ্ছিলে।
[2:85]
অতঃপর তোমরাই
পরস্পর খুনাখুনি
করছ এবং তোমাদেরই
একদলকে তাদের দেশ থেকে
বহিস্কার করছ।
তাদের বিরুদ্ধে
পাপ ও অন্যায়ের
মাধ্যমে আক্রমণ
করছ। আর যদি তারাই
কারও বন্দী হয়ে
তোমাদের কাছে
আসে, তবে
বিনিময় নিয়ে তাদের
মুক্ত করছ। অথচ তাদের
বহিস্কার করাও
তোমাদের জন্য
অবৈধ। তবে
কি তোমরা গ্রন্থের
কিয়দংশ বিশ্বাস কর
এবং কিয়দংশ অবিশ্বাস
কর? যারা
এরূপ করে পার্থিব
জীবনে দূগর্তি
ছাড়া তাদের
আর কোনই পথ নেই।
কিয়ামতের দিন
তাদের কঠোরতম
শাস্তির দিকে পৌঁছে
দেয়া হবে।
আল্লাহ তোমাদের
কাজ-কর্ম সম্পর্কে
বে-খবর নন।
[2:86]
এরাই পরকালের
বিনিময়ে পার্থিব
জীবন ক্রয় করেছে।
অতএব এদের
শাস্তি লঘু হবে না
এবং এরা সাহায্যও
পাবে না।
[2:87]
অবশ্যই আমি
মূসাকে কিতাব দিয়েছি।
এবং তার পরে
পর্যায়ক্রমে রসূল পাঠিয়েছি।
আমি মরিয়ম
তনয় ঈসাকে সুস্পষ্ট
মোজেযা দান করেছি
এবং পবিত্র রূহের মাধ্যমে
তাকে শক্তিদান
করেছি। অতঃপর
যখনই কোন রসূল
এমন নির্দেশ নিয়ে
তোমাদের কাছে এসেছে, যা তোমাদের
মনে ভাল লাগেনি, তখনই তোমরা
অহংকার করেছ।
শেষ পর্যন্ত তোমরা
একদলকে মিথ্যাবাদী
বলেছ এবং একদলকে
হত্যা করেছ।
[2:88]
তারা বলে, আমাদের
হৃদয় অর্ধাবৃত।
এবং তাদের কুফরের
কারণে আল্লাহ অভিসম্পাত
করেছেন। ফলে তারা
অল্পই ঈমান আনে।