[2:89]

যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল, যা সে বিষয়ের সত্যায়ন করে, যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করতঅবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসলঅতএব, অস্বীকারকারীদের উপর আল্লাহর অভিসম্পাত

[2:90]

যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, তা খুবই মন্দ; যেহেতু তারা আল্লাহ যা নযিল করেছেন, তা অস্বীকার করেছে এই হঠকারিতার দরুন যে, আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাযিল করেনঅতএব, তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছেআর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি

[2:91]

যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও, তখন তারা বলে, আমরা মানি যা আমাদের প্রতি অবর্তীণ হয়েছেসেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করেঅথচ এ গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ঐ গ্রন্থের যা তাদের কাছে রয়েছেবলে দিন, তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদের হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে?

[2:92]

সুস্পষ্ট মুজেযাসহ মূসা তোমাদের কাছে এসেছেনএরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছবাস্তবিকই তোমরা অত্যাচারী

[2:93]

আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে, শক্ত করে ধর, আমি যা তোমাদের দিয়েছি আর শোনতারা বলল, আমরা শুনেছি আর অমান্য করেছিকুফরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিলবলে দিন, তোমরা বিশ্বাসী হলে, তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়