[6:95]
নিশ্চয়
আল্লাহই বীজ ও
আঁটি থেকে অঙ্কুর
সৃষ্টিকারী; তিনি জীবিতকে
মৃত থেকে বের করেন
ও মৃতকে জীবিত
থেকে বের করেন। তিনি আল্লাহ
অতঃপর তোমরা কোথায়
বিভ্রান্ত হচ্ছ?
[6:96]
তিনি
প্রভাত রশ্মির
উন্মেষক। তিনি রাত্রিকে
আরামদায়ক করেছেন
এবং সূর্য ও চন্দ্রকে
হিসেবের জন্য রেখেছেন। এটি পরাক্রান্ত, মহাজ্ঞানীর নির্ধারণ।
[6:97]
তিনিই
তোমাদের জন্য
নক্ষত্রপুঞ্জ
সৃজন করেছেন যাতে তোমরা
স্থল ও জলের অন্ধকারে
পথ প্রাপ্ত হও। নিশ্চয়
যারা জ্ঞানী তাদের
জন্যে আমি নির্দেশনাবলী
বিস্তারিত বর্ণনা
করে দিয়েছি।
[6:98]
তিনিই
তোমাদের কে এক
ব্যক্তি থেকে সৃষ্টি
করেছেন। অনন্তর
একটি হচ্ছে তোমাদের
স্থায়ী ঠিকানা
ও একটি হচ্ছে গচ্ছিত
স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি
বিস্তারিত ভাবে
বর্ণনা করে দিয়েছি
তাদের জন্যে, যারা চিন্তা
করে।
[6:99]
তিনিই
আকাশ থেকে পানি
বর্ষণ করেছেন অতঃপর
আমি এর দ্বারা সর্বপ্রকার
উদ্ভিদ উৎপন্ন
করেছি, অতঃপর আমি এ থেকে
সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে
যুগ্ম বীজ উৎপন্ন
করি। খেজুরের
কাঁদি থেকে গুচ্ছ
বের করি, যা নুয়ে থাকে
এবং আঙ্গুরের বাগান, যয়তুন, আনার পরস্পর
সাদৃশ্যযুক্ত
এবং সাদৃশ্যহীন। বিভিন্ন
গাছের ফলের প্রতি
লক্ষ্য কর যখন
সেুগুলো ফলন্ত
হয় এবং তার পরিপক্কতার প্রতি
লক্ষ্য কর। নিশ্চয়
এ গুলোতে নিদর্শন
রয়েছে ঈমানদারদের
জন্যে।
[6:100]
তারা
জিনদেরকে আল্লাহর
অংশীদার স্থির
করে; অথচ তাদেরকে
তিনিই সৃস্টি করেছেন। তারা অজ্ঞতাবশতঃ
আল্লাহর জন্যে
পুত্র ও কন্যা সাব্যস্ত
করে নিয়েছে। তিনি পবিত্র
ও সমুন্নত, তাদের
বর্ননা থেকে।
[6:101]
তিনি
নভোমন্ডল ও ভূমন্ডলের
আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর
পুত্র হতে পারে, অথচ তাঁর
কোন সঙ্গী নেই
? তিনি যাবতীয়
কিছু সৃষ্টি করেছেন। তিনি সব
বস্তু সম্পর্কে
সুবিজ্ঞ।