[2:94]
বলে দিন, যদি আখেরাতের
বাসস্থান আল্লাহর
কাছে একমাত্র তোমাদের
জন্যই বরাদ্দ হয়ে
থাকে-অন্য লোকদের
বাদ দিয়ে, তবে মৃত্যু
কামনা কর, যদি সত্যবাদী
হয়ে থাক।
[2:95]
কস্মিনকালেও
তারা মৃত্যু কামনা
করবে না ঐসব গোনাহর কারণে, যা তাদের
হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ
গোনাহগারদের
সম্পর্কে সম্যক
অবগত রয়েছেন।
[2:96]
আপনি
তাদেরকে জীবনের
প্রতি সবার চাইতে, এমনকি মুশরিকদের
চাইতেও অধিক লোভী
দেখবেন। তাদের
প্রত্যেকে কামনা
করে, যেন হাজার
বছর আয়ু পায়। অথচ এরূপ
আয়ু প্রাপ্তি তাদেরকে
শাস্তি থেকে রক্ষা
করতে পারবে না। আল্লাহ
দেখেন যা কিছু
তারা করে।
[2:97]
আপনি
বলে দিন, যে কেউ জিবরাঈলের
শত্রু হয়-যেহেতু
তিনি আল্লাহর আদেশে
এ কালাম আপনার
অন্তরে নাযিল করেছেন, যা সত্যায়নকারী
তাদের সম্মুখস্থ
কালামের এবং মুমিনদের
জন্য পথপ্রদর্শক
ও সুসংবাদদাতা।
[2:98]
যে ব্যক্তি
আল্লাহ তাঁর ফেরেশতা
ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের
শত্রু হয়, নিশ্চিতই
আল্লাহ সেসব কাফেরের
শত্রু।
[2:99]
আমি আপনার
প্রতি উজ্জ্বল
নিদর্শনসমূহ অবতীর্ণ
করেছি। অবাধ্যরা
ব্যতীত কেউ এগুলো
অস্বীকার করে না।
[2:100]
কি আশ্চর্য, যখন তারা
কোন অঙ্গীকারে
আবদ্ধ হয়, তখন তাদের
একদল তা ছুঁড়ে
ফেলে, বরং
অধিকাংশই বিশ্বাস
করে না।
[2:101]
যখন তাদের
কাছে আল্লাহর পক্ষ
থেকে একজন রসূল
আগমন করলেন-যিনি
ঐ কিতাবের সত্যায়ন
করেন, যা
তাদের কাছে রয়েছে, তখন আহলে
কেতাবদের একদল আল্লাহর
গ্রন্থকে পশ্চাতে
নিক্ষেপ করল-যেন
তারা জানেই না।