[6:158]
তারা
শুধু এ বিষয়ের
দিকে চেয়ে আছে
যে, তাদের
কাছে ফেরেশতা আগমন
করবে কিংবা আপনার
পালনকর্তা আগমন
করবেন অথবা আপনার
পালনকর্তার কোন নির্দেশ
আসবে। যেদিন আপনার
পালনকর্তার কোন
নিদর্শন আসবে, সেদিন
এমন কোন ব্যক্তির
বিশ্বাস স্থাপন
তার জন্যে ফলপ্রসূ
হবে না, যে পূর্ব থেকে
বিশ্বাস স্থাপন
করেনি কিংবা স্বীয়
বিশ্বাস অনুযায়ী
কোনরূপ সৎকর্ম
করেনি। আপনি বলে দিনঃ তোমরা
পথের দিকে চেয়ে
থাক, আমরাও
পথে দিকে তাকিয়ে
রইলাম।
[6:159]
নিশ্চয়
যারা স্বীয় ধর্মকে
খন্ড-বিখন্ড করেছে
এবং অনেক দল হয়ে
গেছে, তাদের
সাথে আপনার কোন
সম্পর্ক নেই। তাদের
ব্যাপার আল্লাহ তা'আয়ালার
নিকট সমর্পিত। অতঃপর
তিনি বলে দেবেন
যা কিছু তারা করে
থাকে।
[6:160]
যে একটি
সৎকর্ম করবে, সে তার
দশগুণ পাবে এবং
যে, একটি মন্দ কাজ
করবে, সে
তার সমান শাস্তিই
পাবে। বস্তুতঃ তাদের
প্রতি জুলুম করা
হবে না।
[6:161]
আপনি
বলে দিনঃ আমার
প্রতিপালক আমাকে
সরল পথ প্রদর্শন করেছেন
একাগ্রচিত্ত ইব্রাহীমের
বিশুদ্ধ ধর্ম। সে অংশীবাদীদের
অন্তর্ভূক্ত ছিল না।
[6:162]
আপনি
বলুনঃ আমার নামায, আমার কোরবাণী
এবং আমার জীবন ও মরন
বিশ্ব-প্রতিপালক
আল্লাহরই জন্যে।
[6:163]
তাঁর
কোন অংশীদার নেই। আমি তাই
আদিষ্ট হয়েছি এবং
আমি প্রথম আনুগত্যশীল।
[6:164]
আপনি
বলুনঃ আমি কি আল্লাহ
ব্যতীত অন্য প্রতিপালক খোঁজব, অথচ তিনিই
সবকিছুর প্রতিপালক? যে ব্যক্তি
কোন গোনাহ করে, তা তারই দায়িত্বে
থাকে। কেউ অপরের
বোঝা বহন করবে
না।
অতঃপর
তোমাদেরকে সবাইকে প্রতিপালকের
কাছে প্রত্যাবর্তন
করতে হবে। অনন্তর
তিনি তোমাদেরকে
বলে দিবেন, যেসব বিষয়ে
তোমরা বিরোধ
করতে।
[6:165]
তিনিই
তোমাদেরকে পৃথিবীতে
প্রতিনিধি করেছেন
এবং একে অন্যের
উপর মর্যাদা সমুন্নত
করেছেন, যাতে তোমাদের
কে এ বিষয়ে পরীক্ষা
করেন, যা তোমাদেরকে
দিয়েছেন। আপনার
প্রতিপালক দ্রুত
শাস্তি দাতা এবং
তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু।