[7:23]
তারা
উভয়ে বললঃ হে আমাদের
পালনকর্তা আমরা
নিজেদের প্রতি
জুলম করেছি। যদি আপনি
আমাদেরকে ক্ষমা
না করেন এবং আমাদের
প্রতি অনুগ্রহ
না করেন, তবে আমরা অবশ্যই
অবশ্যই ধ্বংস হয়ে
যাব।
[7:24]
আল্লাহ
বললেনঃ তোমরা
নেমে যাও। তোমরা
এক অপরের শত্রু। তোমাদের
জন্যে পৃথিবীতে
বাসস্থান আছে এবং
একটি নির্দিষ্ট
মেয়াদ পর্যন্ত ফল ভোগ
আছে।
[7:25]
বললেনঃ
তোমরা সেখানেই
জীবিত থাকবে, সেখানেই মৃত্যুবরন
করবে এবং সেখান
থেকেই পুনরুঙ্খিত
হবে।
[7:26]
হে বনী-আদম
আমি তোমাদের জন্যে
পোশাক অবর্তীণ
করেছি, যা তোমাদের লজ্জাস্থান
আবৃত করে এবং অবর্তীণ
করেছি সাজ সজ্জার
বস্ত্র এবং পরহেযগারীর
পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর
কুদরতেরঅন্যতম
নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা
করে।
[7:27]
হে বনী-আদম
শয়তান যেন তোমাদেরকে
বিভ্রান্ত না করে; যেমন সে
তোমাদের পিতামাতাকে
জান্নাত থেকে বের
করে দিয়েছে এমতাবস্থায়
যে, তাদের পোশাক
তাদের থেকে খুলিয়ে
দিয়েছি-যাতে তাদেরকে
লজ্জাস্থান দেখিয়ে
দেয়। সে
এবং তার দলবল তোমাদেরকে
দেখে, যেখান
থেকে তোমরা তাদেরকে
দেখ না। আমি শয়তানদেরকে তাদের
বন্ধু করে দিয়েছি, , যারা বিশ্বাস
স্থাপন করে না।
[7:28]
তারা
যখন কোন মন্দ
কাজ করে, তখন বলে আমরা বাপ-দাদাকে এমনি করতে
দেখেছি এবং আল্লাহও
আমাদেরকে এ নির্দেশই
দিয়েছেন। আল্লাহ
মন্দকাজের আদেশ দেন
না।
এমন কথা
আল্লাহর প্রতি
কেন আরোপ কর, যা তোমরা
জান না।
[7:29]
আপনি
বলে দিনঃ আমার
প্রতিপালক সুবিচারের
নির্দেশ দিয়েছেন
এবং তোমরা প্রত্যেক
সেজদার সময় স্বীয়
মুখমন্ডল সোজা
রাখ এবং তাঁকে খাঁটি
আনুগত্যশীল হয়ে
ডাক। তোমাদেরকে
প্রথমে যেমন সৃষ্টি
করেছেন, পুনর্বারও সৃজিত
হবে।
[7:30]
একদলকে
পথ প্রদর্শন করেছেন
এবং একদলের জন্যে পথভ্রষ্টতা
অবধারিত হয়ে গেছে। তারা আল্লাহকে
ছেড়ে শয়তানদেরকে
বন্ধু হিসাবে গ্রহণ করেছে
এবং ধারণা করে
যে, তারা সৎপথে
রয়েছে।