[7:38]
আল্লাহ
বলবেনঃ তোমাদের
পূর্বে জিন ও মানবের
যেসব সম্প্রদায়
চলে গেছে, তাদের
সাথে তোমরাও দোযখে
যাও। যখন
এক সম্প্রদায় প্রবেশ করবে; তখন অন্য
সম্প্রদায়কে অভিসম্পাত
করবে। এমনকি, যখন তাতে
সবাই পতিত হবে, তখন পরবর্তীরা
পূর্ববর্তীদের
সম্পর্কে বলবেঃ
হে আমাদের প্রতিপালক
এরাই আমাদেরকে বিপথগামী
করেছিল। অতএব, আপনি তাদেরকে
দ্বিগুণ শাস্তি
দিন। আল্লাহ
বলবেন প্রত্যেকেরই
দ্বিগুণ; তোমরা জান
না।
[7:39]
পূর্ববর্তীরা
পরবর্তীদেরকে
বলবেঃ তাহলে আমাদের
উপর তোমাদের কোন
শ্রেষ্ঠত্ব নেই
অতএব, শাস্তি
আস্বাদন কর স্বীয়
কর্মের কারণে।
[7:40]
নিশ্চয়ই
যারা আমার আয়াতসমূহকে
মিথ্যা বলেছে এবং এগুলো
থেকে অহংকার করেছে, তাদের
জন্যে আকাশের দ্বার
উম্মুক্ত করা হবে
না এবং তারা জান্নাতে
প্রবেশ করবে না। যে পর্যন্ত
না সূচের ছিদ্র
দিয়ে উট প্রবেশ
করে। আমি এমনিভাবে
পাপীদেরকে শাস্তি
প্রদান করি।
[7:41]
তাদের
জন্যে নরকাগ্নির
শয্যা রয়েছে এবং
উপর থেকে চাদর। আমি এমনিভাবে
জালেমদেরকে শাস্তি
প্রদান করি।
[7:42]
যারা
বিশ্বাস স্থাপন
করেছে এবং সৎকর্ম
করেছে আমি কাউকে
তার সামর্থ্যের
চাইতে বেশী বোঝা
দেই না। তারাই জান্নাতের
অধিবাসী। তারা তাতেই
চিরকাল থাকবে।
[7:43]
তাদের
অন্তরে যা কিছু
দুঃখ ছিল, আমি তা
বের করে দেব। তাদের
তলদেশ দিয়ে নির্ঝরণী
প্রবাহিত হবে। তারা বলবেঃ
আল্লাহ শোকর, যিনি আমাদেরকে
এ পর্যন্ত পৌছিয়েছেন। আমরা কখনও
পথ পেতাম না, যদি আল্লাহ
আমাদেরকে পথ প্রদর্শন
না করতেন। আমাদের
প্রতিপালকের রসূল
আমাদের কাছে সত্যকথা
নিয়ে এসেছিলেন। আওয়াজ
আসবেঃ এটি জান্নাত। তোমরা
এর উত্তরাধিকারী
হলে তোমাদের কর্মের প্রতিদানে।