[7:58]
যে শহর
উৎকৃষ্ট, তার ফসল
তার প্রতিপালকের
নির্দেশে উৎপন্ন
হয় এবং যা নিকৃষ্ট
তাতে অল্পই ফসল
উৎপন্ন হয়। এমনিভাবে
আমি আয়াতসমূহ ঘুরিয়ে
ফিরিয়ে বর্ণনা
করি কৃতজ্ঞ সম্প্রদায়ের
জন্যে।
[7:59]
নিশ্চয়
আমি নূহকে তার
সম্প্রদায়ের প্রতি
পাঠিয়েছি। সে বললঃ হে
আমার সম্প্রদায়, তোমরা
আল্লাহর এবাদত
কর।
তিনি
ব্যতীত তোমাদের
কোন উপাস্য নেই। আমি তোমাদের
জন্যে একটি মহাদিবসের
শাস্তির আশঙ্কা
করি।
[7:60]
তার সম্প্রদায়ের
সর্দাররা বললঃ
আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার
মাঝে দেখতে পাচ্ছি।
[7:61]
সে বললঃ
হে আমার সম্প্রদায়, আমি কখনও
ভ্রান্ত নই; কিন্তু
আমি বিশ্বপ্রতিপালকের
রসূল।
[7:62]
তোমাদেরকে
প্রতিপালকের পয়গাম
পৌঁছাই এবং তোমাদেরকে সদুপদেশ
দেই। আমি
আল্লাহর পক্ষ থেকে
এমনসব বিষয় জানি, যেগুলো
তোমরা জান না।
[7:63]
তোমরা
কি আশ্চর্যবোধ
করছ যে, তোমাদের কাছে তোমাদের
প্রতিপালকের পক্ষ
থেকে তোমাদের
মধ্য থেকেই একজনের
বাচনিক উপদেশ এসেছে যাতে সে
তোমাদেরকে ভীতি
প্রদর্শন করে, যেন তোমরা
সংযত হও এবং যেন
তোমরা অনুগৃহীত
হও।
[7:64]
অতঃপর
তারা তাকে মিথ্যা
প্রতিপন্ন করল। আমি তাকে
এবং নৌকাস্থিত
লোকদেরকে উদ্ধার
করলাম এবং যারা
মিথ্যারোপ করত, তাদেরকে
ডুবিয়ে দিলাম। নিশ্চয়
তারা ছিল অন্ধ।
[7:65]
আদ সম্প্রদায়ের
কাছে প্রেরণ করেছি
তাদের ভাই হুদকে। সে বললঃ
হে আমার সম্প্রদায়, তোমরা
আল্লাহর এবাদত
কর।
তিনি
ব্যতিত তোমাদের
কোন উপাস্য নেই।
[7:66]
তারা
স্প্রদায়ের সর্দররা
বললঃ আমরা তোমাকে
নির্বোধ দেখতে
পাচ্ছি এবং আমরা
তোমাকে মিথ্যাবাদী
মনে করি।
[7:67]
সে বললঃ
হে আমার সম্প্রদায়, আমি মোটেই
নির্বোধ নই, বরং আমি
বিশ্ব প্রতিপালকের
প্রেরিত পয়গম্বর।