[7:82]
তাঁর
সম্প্রদায় এ ছাড়া
কোন উত্তর দিল
না যে, বের
করে দাও এদেরকে
শহর থেকে। এরা খুব
সাধু থাকতে চায়।
[7:83]
অতঃপর
আমি তাকে ও তাঁর
পরিবার পরিজনকে
বাঁচিয়ে দিলাম, কিন্তু
তার স্ত্রী। সে তাদের
মধ্যেই রয়ে গেল, যারা রয়ে
গিয়েছিল। আমি তাদের
উপর প্রস্তর বৃষ্টি
বর্ষণ করলাম।
[7:84]
অতএব, দেখ গোনাহগারদের
পরিণতি কেমন হয়েছে।
[7:85]
আমি মাদইয়ানের
প্রতি তাদের ভাই
শোয়ায়েবকে প্রেরণ করেছি। সে বললঃ
হে আমার সম্প্রদায়!
তোমরা আল্লাহর
এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের
কোন উপাস্য নেই। তোমাদের
কাছে তোমাদের
প্রতিপালকের পক্ষ
থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা
মাপ ও ওজন পূর্ন
কর এবং মানুষকে
তাদের দ্রব্যদি
কম দিয়ো না এবং
ভুপৃষ্টের সংস্কার
সাধন করার পর তাতে
অনর্থ সৃষ্টি করো
না।
এই হল তোমাদের
জন্যে কল্যাণকর, যদি তোমরা
বিশ্বাসী হও।
[7:86]
তোমরা
পথে ঘাটে এ কারণে
বসে থেকো না যে, আল্লাহ বিশ্বাসীদেরকে
হুমকি দিবে, আল্লাহর
পথে বাধা সৃষ্টি
করবে এবং তাতে
বক্রতা অনুসন্ধান
করবে। স্মরণ কর, যখন তোমরা
সংখ্যায় অল্প ছিলে
অতঃপর আল্লাহ তোমাদেরকে
অধিক করেছেন এবং
লক্ষ্য কর কিরূপ
অশুভ পরিণতি হয়েছে
অনর্থকারীদের।
[7:87]
আর যদি
তোমাদের একদল
ঐ বিষয়ের প্রতি
বিশ্বাস স্থাপন করে যা
নিয়ে আমি প্রেরিত
হয়েছি এবং একদল
বিশ্বাস স্থাপন
করে যা নিয়ে আমি
প্রেরিত হয়েছি
এবং একদল বিশ্বাস
স্থাপন না করে, তবে ছবর
কর যে পর্যন্ত
আল্লাহ আমাদের মধ্যে
মীমাংসা না করে
দেন। তিনিই
শ্রেষ্ট মীমাংসাকারী।