[7:88]
তার সম্প্রদায়ের
দাম্ভিক সর্দাররা
বললঃ হে শোয়ায়েব, আমরা অবশ্যই
তোমাকে এবং তোমার
সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে
শহর থেকে বের করে দেব অথবা
তোমরা আমাদের
ধর্মে প্রত্যাবর্তন
করবে। শোয়ায়েব বললঃ
আমরা অপছন্দ করলেও
কি ?
[7:89]
আমরা
আল্লাহর প্রতি
মিথ্যা অপবাদকারী
হয়ে যাব যদি আমরা তোমাদের
ধর্মে প্রত্যাবর্তন
করি, অথচ তিনি
আমাদেরকে এ থেকে
মুক্তি দিয়েছেন। আমাদের
কাজ নয় এ ধর্মে
প্রত্যাবর্তন
করা, কিন্তু
আমাদের প্রতি পালক আল্লাহ
যদি চান। আমাদের
প্রতিপালক প্রত্যেক
বস্তুকে স্বীয়
জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর
প্রতিই আমরা ভরসা
করেছি। হে আমাদের
প্রতিপালক আমাদের
ও আমাদের সম্প্রদায়ের
মধ্যে ফয়সালা করে
ছিল যথার্থ ফয়সালা। আপনিই
শ্রেষ্টতম ফসলা ফয়সালাকারী।
[7:90]
তার সম্প্রদায়ের
কাফের সর্দাররা
বললঃ যদি তোমরা শোয়ায়েবের
অনুসরণ কর, তবে নিশ্চিতই
ক্ষতিগ্রস্ত হবে।
[7:91]
অনন্তর
পাকড়াও করল তাদেরকে
ভূমিকম্প। ফলে তারা
সকাল বেলায় গৃহ
মধ্যে উপুড় হয়ে
পড়ে রইল।
[7:92]
শোয়ায়েবের
প্রতি মিথ্যারোপকারীরা
যেন কোন দিন সেখানে
বসবাসই করেনি। যারা শোয়ায়েবের
প্রতি মিথ্যারোপ
করেছিল, তারাই ক্ষতিগ্রস্থ
হল।
[7:93]
অনন্তর
সে তাদের কাছ থেকে
প্রস্থান করল এবং
বললঃ হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে
প্রতিপালকের পয়গাম
পৌছে দিয়েছি এবং
তোমাদের হিত কামনা
করেছি। এখন আমি কাফেরদের
জন্যে কেন দুঃখ
করব।
[7:94]
আর আমি
কোন জনপদে কোন
নবী পাঠাইনি, তবে (এমতাবস্থায়)
যে পাকড়াও করেছি
সে জনপদের অধিবাসীদিগকে
কষ্ট ও কঠোরতার
মধ্যে, যাতে তারা শিথিল
হয়ে পড়ে।
[7:95]
অতঃপর
অকল্যাণের স্থলে
তা কল্যাণে বদলে
দিয়েছে। এমনকি তারা অনেক
বেড়ে গিয়েছি এবং
বলতে শুরু করেছে, আমাদের
বাপ-দাদাদের উপরও
এমন আনন্দ-বেদনা
এসেছে। অতঃপর আমি
তাদেরকে পাকড়াও
করেছি এমন আকস্মিকভাবে
যে তারা টেরও পায়নি।