[2:106]
আমি কোন
আয়াত রহিত করলে
অথবা বিস্মৃত করিয়ে
দিলে তদপেক্ষা
উত্তম অথবা তার
সমপর্যায়ের আয়াত
আনয়ন করি। তুমি কি
জান না যে, আল্লাহ সব কিছুর
উপর শক্তিমান?
[2:107]
তুমি
কি জান না যে, আল্লাহর
জন্যই নভোমন্ডল
ও ভূমন্ডলের আধিপত্য? আল্লাহ
ব্যতীত তোমাদের
কোন বন্ধু ও সাহায্যকারী
নেই।
[2:108]
ইতিপূর্বে
মূসা (আঃ) যেমন জিজ্ঞাসিত
হয়েছিলেন, (মুসলমানগন, ) তোমরাও
কি তোমাদের রসূলকে
তেমনি প্রশ্ন করতে
চাও? যে কেউ
ঈমানের পরিবর্তে
কুফর গ্রহন করে, সে সরল
পথ থেকে বিচ্যুত
হয়ে যায়।
[2:109]
আহলে
কিতাবদের অনেকেই
প্রতিহিংসাবশতঃ
চায় যে, মুসলমান হওয়ার
পর তোমাদেরকে
কোন রকমে কাফের
বানিয়ে দেয়। তাদের
কাছে সত্য প্রকাশিত হওয়ার
পর (তারা এটা চায়)। যাক তোমরা
আল্লাহর নির্দেশ
আসা পর্যন্ত তাদের
ক্ষমা কর এবং উপেক্ষা
কর।
নিশ্চয়
আল্লাহ সব কিছুর
উপর ক্ষমতাবান।
[2:110]
তোমরা
নামায প্রতিষ্ঠা
কর এবং যাকাত দাও। তোমরা নিজের
জন্যে পূর্বে যে
সৎকর্ম প্রেরণ
করবে, তা
আল্লাহর কাছে পাবে। তোমরা
যা কিছু কর, নিশ্চয় আল্লাহ
তা প্রত্যক্ষ করেন।
[2:111]
ওরা বলে, ইহুদী
অথবা খ্রীস্টান
ব্যতীত কেউ জান্নাতে যাবে না। এটা ওদের
মনের বাসনা। বলে দিন, তোমরা
সত্যবাদী হলে, প্রমাণ
উপস্থিত কর।
[2:112]
হাঁ, যে ব্যক্তি
নিজেকে আল্লাহর
উদ্দেশ্যে সমর্পন করেছে
এবং সে সৎকর্মশীলও
বটে তার জন্য তার
পালনকর্তার কাছে
পুরস্কার বয়েছে। তাদের
ভয় নেই এবং তারা
চিন্তিতও হবে না।