[7:196]
আমার
সহায় তো হলেন
আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত; তিনিই
সাহায্য করেন সৎকর্মশীল
বান্দাদের।
[7:197]
আর তোমরা
তাঁকে বাদ দিয়ে
যাদেরকে ডাক তারা
না তোমাদের কোন
সাহায্য করতে পারবে, না নিজেদের
আত্নরক্ষা করতে
পারবে।
[7:198]
আর তুমি
যদি তাদেরকে সুপথে
আহবান কর, তবে তারা
তা কিছুই শুনবে না। আর তুমি
তো তাদের দেখছই, তোমার
দিকে তাকিয়ে আছে, অথচ তারা কিছুই
দেখতে পাচ্ছে না।
[7:199]
আর ক্ষমা
করার অভ্যাস গড়ে
তোল, সৎকাজের
নির্দেশ দাও এবং মূর্খ
জাহেলদের থেকে
দূরে সরে থাক।
[7:200]
আর যদি
শয়তানের প্ররোচনা
তোমাকে প্ররোচিত
করে, তাহলে
আল্লাহর শরণাপন্ন
হও তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।
[7:201]
যাদের
মনে ভয় রয়েছে, তাদের
উপর শয়তানের আগমন
ঘটার সাথে সাথেই
তারা সতর্ক হয়ে
যায় এবং তখনই তাদের
বিবেচনাশক্তি
জাগ্রত হয়ে উঠে।
[7:202]
পক্ষান্তরে
যারা শয়তানের ভাই, তাদেরকে
সে ক্রমাগত পথভ্রষ্ট
তার দিকে নিয়ে
যায় অতঃপর তাতে
কোন কমতি করে
না।
[7:203]
আর যখন
আপনি তাদের নিকট
কোন নিদর্শন নিয়ে
না যান, তখন তারা বলে, আপনি নিজের
পক্ষ থেকে কেন
অমুকটি নিয়ে আসলেন
না, তখন আপনি
বলে দিন, আমি তো সে মতেই
চলি যে হুকুম আমার
নিকট আসে আমার
পরওয়ারদেগারের
কাছ থেকে। এটা ভাববার
বিষয় তোমাদের
পরওয়ারদেগারের
পক্ষ থেকে এবং
হেদায়েত ও রহমত
সেসব লোকের জন্য
যারা ঈমান এনেছে।
[7:204]
আর যখন
কোরআন পাঠ করা
হয়, তখন তাতে
কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ
থাক যাতে তোমাদের
উপর রহমত হয়।
[7:205]
আর স্মরণ
করতে থাক স্বীয়
পালনকর্তাকে আপন
মনে ক্রন্দনরত
ও ভীত-সন্ত্রস্ত
অবস্থায় এবং এমন
স্বরে যা চিৎকার
করে বলা অপেক্ষা
কম; সকালে
ও সন্ধ্যায়। আর বে-খবর
থেকো না।
[7:206]
নিশ্চয়ই
যারা তোমার পরওয়ারদেগারের
সান্নিধ্যে রয়েছেন, তারা তাঁর
বন্দেগীর ব্যাপারে
অহঙ্কার করেন না
এবং স্মরণ করেন
তাঁর পবিত্র সত্তাকে; আর তাঁকেই
সেজদা করেন।