[8:34]
আর তাদের
মধ্যে এমন কি বিষয়
রয়েছে, যার ফলে আল্লাহ তাদের
উপর আযাব দান করবেন
না।
অথচ তারা
মসজিদে-হারামে
যেতে বাধাদান করে, অথচ তাদের
সে অধিকার নেই। এর অধিকার
তো তাদেরই রয়েছে
যারা পরহেযগার। কিন্তু
তাদের অধিকাংশই
সে বিষয়ে অবহিত
নয়।
[8:35]
আর কা’বার নিকট
তাদের নামায বলতে
শিস দেয়া আর তালি বাজানো
ছাড়া অন্য কোন
কিছুই ছিল না। অতএব, এবার নিজেদের
কৃত কুফরীর আযাবের স্বাদ
গ্রহণ কর।
[8:36]
নিঃসন্দেহে
যেসব লোক কাফের, তারা ব্যয়
করে নিজেদের ধন-সম্পদ, যাতে করে
বাধাদান করতে পারে
আল্লাহর পথে। বস্তুতঃ
এখন তারা আরো
ব্যয় করবে। তারপর
তাই তাদের জন্য
আক্ষেপের কারণ
হয়ে এবং শেষ পর্যন্ত
তারা হেরে যাবে। আর যারা
কাফের তাদেরকে
দোযখের দিকে তাড়িয়ে
নিয়ে যাওয়া হবে।
[8:37]
যাতে
পৃথক করে দেন আল্লাহ
অপবিত্র ও না-পাককে
পবিত্র ও পাক
থেকে। আর যাতে একটির
পর একটিকে স্থাপন
করে সমবেত স্তুপে
পরিণত করেন এবং পরে দোযখে
নিক্ষেপ করেন। এরাই হল
ক্ষতিগ্রস্ত।
[8:38]
তুমি
বলে দাও, কাফেরদেরকে যে, তারা যদি
বিরত হয়ে যায়, তবে যা
কিছু ঘটে গেছে
ক্ষমা হবে যাবে। পক্ষান্তরে
আবারও যদি তাই
করে, তবে পুর্ববর্তীদের
পথ নির্ধারিত হয়ে
গেছে।
[8:39]
আর তাদের
সাথে যুদ্ধ করতে
থাক যতক্ষণ না
ভ্রান্তি শেষ হয়ে যায়; এবং আল্লাহর
সমস্ত হুকুম প্রতিষ্ঠিত
হয়ে যায়। তারপর
যদি তারা বিরত
হয়ে যায়, তবে আল্লাহ তাদের
কার্যকলাপ লক্ষ্য
করেন।
[8:40]
আর তারা
যদি না মানে, তবে জেনে
রাখ, আল্লাহ
তোমাদের সমর্থক; এবং কতই
না চমৎকার সাহায্যকারী।