At-Tawbah
[9:1]
সম্পর্কচ্ছেদ
করা হল আল্লাহ
ও তাঁর রসূলের
পক্ষ থেকে সেই মুশরিকদের
সাথে, যাদের
সাথে তোমরা চুক্তিবদ্ধ
হয়েছিলে।
[9:2]
অতঃপর
তোমরা পরিভ্রমণ
কর এ দেশে চার মাসকাল। আর জেনে রেখো, তোমরা
আল্লাহকে পরাভূত
করতে পারবে না, আর নিশ্চয়ই
আল্লাহ কাফেরদিগকে লাঞ্ছিত
করে থাকেন।
[9:3]
আর মহান
হজ্বের দিনে আল্লাহ
ও তাঁর রসূলের
পক্ষ থেকে লোকদের
প্রতি ঘোষণা করে
দেয়া হচ্ছে যে, আল্লাহ
মুশরেকদের থেকে
দায়িত্ব মুক্ত এবং তাঁর
রসূলও। অবশ্য যদি
তোমরা তওবা কর, তবে তা, তোমাদের
জন্যেও কল্যাণকর, আর যদি
মুখ ফেরাও, তবে জেনে
রেখো, আল্লাহকে তোমরা
পরাভূত করতে পারবে
না।
আর কাফেরদেরকে
মর্মান্তিক শাস্তির
সুসংবাদ দাও।
[9:4]
তবে যে
মুশরিকদের সাথে
তোমরা চুক্তি
বদ্ধ, অতপরঃ যারা তোমাদের
ব্যাপারে কোন
ত্রুটি করেনি এবং
তোমাদের বিরুদ্ধে
কাউকে সাহায্যও করেনি, তাদের
সাথে কৃত চুক্তিকে
তাদের দেয়া মেয়াদ
পর্যন্ত পূরণ কর। অবশ্যই আল্লাহ
সাবধানীদের পছন্দ
করেন।
[9:5]
অতঃপর
নিষিদ্ধ মাস অতিবাহিত
হলে মুশরিকদের
হত্যা কর যেখানে
তাদের পাও, তাদের
বন্দী কর এবং অবরোধ
কর।
আর প্রত্যেক
ঘাঁটিতে তাদের সন্ধানে
ওঁৎ পেতে বসে
থাক। কিন্তু
যদি তারা তওবা
করে, নামায
কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের
পথ ছেড়ে দাও। নিশ্চয়
আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
[9:6]
আর মুশরিকদের
কেউ যদি তোমার
কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে
আশ্রয় দেবে, যাতে সে
আল্লাহর কালাম
শুনতে পায়, অতঃপর
তাকে তার নিরাপদ
স্থানে পৌছে দেবে। এটি এজন্যে
যে এরা জ্ঞান রাখে
না।