[9:14]
যুদ্ধ
কর ওদের সাথে, আল্লাহ
তোমাদের হস্তে
তাদের শাস্তি দেবেন। তাদের
লাঞ্ছিত করবেন, তাদের
বিরুদ্ধে তোমাদের
জয়ী করবেন এবং মুসলমানদের
অন্তরসমূহ শান্ত
করবেন।
[9:15]
এবং তাদের
মনের ক্ষোভ দূর
করবেন। আর আল্লাহ
যার প্রতি ইচ্ছা
ক্ষমাশীল হবে, আল্লাহ
সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
[9:16]
তোমরা
কি মনে কর যে, তোমাদের
ছেড়ে দেয়া হবে
এমনি, যতক্ষণ
না আল্লাহ জেনে
নেবেন তোমাদের
কে যুদ্ধ করেছে
এবং কে আল্লাহ, তাঁর রসূল ও মুসলমানদের
ব্যতীত অন্য কাউকে
অন্তরঙ্গ বন্ধুরূপে
গ্রহণ করা থেকে
বিরত রয়েছে। আর তোমরা
যা কর সে বিষয়ে
আল্লাহ সবিশেষ
অবহিত।
[9:17]
মুশরিকরা
যোগ্যতা রাখে
না আল্লাহর মসজিদ
আবাদ করার, যখন তারা
নিজেরাই নিজেদের
কুফরীর স্বীকৃতি
দিচ্ছে। এদের আমল
বরবাদ হবে এবং
এরা আগুনে স্থায়ীভাবে
বসবাস করবে।
[9:18]
নিঃসন্দেহে
তারাই আল্লাহর
মসজিদ আবাদ করবে
যারা ঈমান এনেছে
আল্লাহর প্রতি
ও শেষ দিনের প্রতি
এবং কায়েম করেছে
নামায ও আদায় করে
যাকাত; আল্লাহ ব্যতীত
আর কাউকে ভয় করে
না।
অতএব, আশা করা
যায়, তারা হেদায়েত
প্রাপ্তদের অন্তর্ভূক্ত
হবে।
[9:19]
তোমরা
কি হাজীদের পানি
সরবরাহ ও মসজিদুল-হারাম আবাদকরণকে
সেই লোকের সমান
মনে কর, যে ঈমান রাখে আল্লাহ
ও শেষ দিনের প্রতি
এবং যুদ্ধ করেছে
আল্লাহর রাহে, এরা আল্লাহর
দৃষ্টিতে সমান
নয়, আর আল্লাহ
জালেম লোকদের হেদায়েত
করেন না।
[9:20]
যারা
ঈমান এনেছে, দেশ ত্যাগ
করেছে এবং আল্লাহর
রাহে নিজেদের জান
ও মাল দিয়ে জেহাদ
করেছে, তাদের বড় মর্যাদা
রয়েছে আল্লাহর
কাছে আর তারাই
সফলকাম।