[9:48]
তারা
পূর্বে থেকেই বিভেদ
সৃষ্টির সুযোগ
সন্ধানে ছিল এবং আপনার
কার্যসমূহ উল্টা-পাল্টা
করে দিচ্ছিল। শেষ পর্যন্ত
সত্য প্রতিশ্রুতি এসে গেল
এবং জয়ী হল আল্লাহর
হুকুম, যে অবস্থায় তারা
মন্দবোধ করল।
[9:49]
আর তাদের
কেউ বলে, আমাকে অব্যাহতি
দিন এবং পথভ্রষ্ট করবেন
না।
শোনে
রাখ, তারা তো
পূর্ব থেকেই পথভ্রষ্ট
এবং নিঃসন্দেহে
জাহান্নাম এই কাফেরদের
পরিবেষ্টন করে
রয়েছে।
[9:50]
আপনার
কোন কল্যাণ হলে
তারা মন্দবোধ
করে এবং কোন বিপদ উপস্থিত
হলে তারা বলে, আমরা পূর্ব
থেকেই নিজেদের
কাজ সামলে নিয়েছি
এবং ফিরে যায় উল্লসিত
মনে।
[9:51]
আপনি
বলুন, আমাদের
কাছে কিছুই পৌঁছবে
না, কিন্তু
যা আল্লাহ আমাদের
জন্য রেখেছেন; তিনি আমাদের
কার্যনির্বাহক। আল্লাহর
উপরই মুমিনদের ভরসা করা
উচিত।
[9:52]
আপনি
বলুন, তোমরা
তো তোমাদের জন্যে
দুটি কল্যাণের একটি প্রত্যাশা
কর; আর আমরা
প্রত্যাশায় আছি
তোমাদের জন্যে
যে, আল্লাহ
তোমাদের আযাব দান
করুন নিজের পক্ষ
থেকে অথবা আমাদের
হস্তে। সুতরাং তোমরা
অপেক্ষা কর, আমরাও
তোমাদের সাথে
অপেক্ষমাণ।
[9:53]
আপনি
বলুন, তোমরা
ইচ্ছায় অর্থ ব্যয়
কর বা অনিচ্ছায়, তোমাদের
থেকে তা কখনো
কবুল হবে না, তোমরা
নাফরমানের দল।
[9:54]
তাদের
অর্থ ব্যয় কবুল
না হওয়ার এছাড়া
আর কোন কারণ নেই যে, তারা আল্লাহ
ও তাঁর রসূলের
প্রতি অবিশ্বাসী, তারা নামাযে
আসে অলসতার সাথে ব্যয়
করে সঙ্কুচিত মনে।