[9:69]
যেমন
করে তোমাদের পূর্ববর্তী
লোকেরা তোমাদের
চেয়ে বেশী ছিল শক্তিতে
এবং ধন-সম্পদের
ও সন্তান-সন্ততির
অধিকারীও ছিল বেশী; অতঃপর উপকৃত
হয়েছে নিজেদের
ভাগের দ্বারা আবার
তোমরা ফায়দা উঠিয়েছ
তোমাদের ভাগের দ্বারা-যেমন
করে তোমাদের পূর্ববর্তীরা
ফায়দা উঠিয়েছিল
নিজেদের ভাগের
দ্বারা। আর তোমরাও
বলছ তাদেরই চলন
অনুযায়ী। তারা ছিল
সে লোক, যাদের আমলসমূহ
নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া
ও আখেরাতে। আর তারাই
হয়েছে ক্ষতির সম্মুখীন।
[9:70]
তাদের
সংবাদ কি এদের
কানে এসে পৌঁছায়নি, যারা ছিল তাদের
পূর্বে; নূহের আ’দের ও সামুদের
সম্প্রদায় এবং
ইব্রাহীমের সম্প্রদায়ের
এবং মাদইয়ানবাসীদের? এবং সেসব
জনপদের যেগুলোকে
উল্টে দেয়া হয়েছিল? তাদের
কাছে এসেছিলেন
তাদের নবী পরিষ্কার
নির্দেশ নিয়ে। বস্তুতঃ
আল্লাহ তো এমন
ছিলেন না যে, তাদের
উপর জুলুম করতেন, কিন্তু
তারা নিজেরাই নিজেদের
উপর জুলুম করতো।
[9:71]
আর ঈমানদার
পুরুষ ও ঈমানদার
নারী একে অপরের
সহায়ক। তারা ভাল কথার
শিক্ষা দেয় এবং
মন্দ থেকে বিরত
রাখে। নামায প্রতিষ্ঠা
করে, যাকাত দেয় এবং
আল্লাহ ও তাঁর
রসূলের নির্দেশ
অনুযায়ী জীবন যাপন
করে। এদেরই
উপর আল্লাহ তা’আলা দয়া
করবেন। নিশ্চয়ই আল্লাহ
পরাক্রমশীল, সুকৌশলী।
[9:72]
আল্লাহ
ঈমানদার পুরুষ
ও ঈমানদার নারীদের
প্রতিশ্রুতি দিয়েছেনে
কানন-কুঞ্জের, যার তলদেশে
প্রবাহিত হয় প্রস্রবণ। তারা সে
গুলোরই মাঝে থাকবে। আর এসব
কানন-কুঞ্জে থাকবে
পরিচ্ছন্ন থাকার
ঘর।
বস্তুতঃ
এ সমুদয়ের মাঝে সবচেয়ে
বড় হল আল্লাহর
সন্তুষ্টি। এটিই হল
মহান কৃতকার্যতা।