Yûnus
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[10:1]
আলিফ-লাম-র, এগুলো
হেকমতপূর্ণ কিতাবের
আয়াত।
[10:2]
মানুষের
কাছে কি আশ্চর্য
লাগছে যে, আমি ওহী
পাঠিয়েছি তাদেরই
মধ্য থেকে একজনের
কাছে যেন তিনি
মানুষকে সতর্ক
করেন এবং সুসংবাদ
শুনিয়ে দেন ঈমনাদারগণকে
যে, তাঁদের
জন্য সত্য মর্যাদা
রয়েছে তাঁদের পালনকর্তার
কাছে। কাফেররা বলতে
লাগল, নিঃসন্দেহে
এ লোক প্রকাশ্য
যাদুকর।
[10:3]
নিশ্চয়ই
তোমাদের পালনকর্তা
আল্লাহ যিনি তৈরী
করেছেন আসমান
ও যমীনকে ছয় দিনে, অতঃপর
তিনি আরশের উপর
অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা
করেন। কেউ সুপারিশ
করতে পাবে না তবে
তাঁর অনুমতি ছাড়া
ইনিই আল্লাহ তোমাদের
পালনকর্তা। অতএব, তোমরা
তাঁরই এবাদত কর। তোমরা
কি কিছুই চিন্তা
কর না ?
[10:4]
তাঁর
কাছেই ফিরে যেতে
হবে তোমাদের সবাইকে, আল্লাহর ওয়াদা
সত্য, তিনিই
সৃষ্টি করেন প্রথমবার
আবার পুনর্বার
তৈরী করবেন তাদেরকে
বদলা দেয়ার জন্য
যারা ঈমান এনেছে
এবং নেক কাজ করেছে
ইনসাফের সাথে। আর যারা
কাফের হয়েছে, তাদের
পান করতে হবে ফুটন্ত
পানি এবং ভোগ
করতে হবে যন্ত্রনাদায়ক
আযাব এ জন্যে যে, তারা কুফরী
করছিল।
[10:5]
তিনিই
সে মহান সত্তা, যিনি বানিয়েছেন
সুর্যকে উজ্জল আলোকময়, আর চন্দ্রকে
স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে
এবং অতঃপর নির্ধারিত
করেছেন এর জন্য মনযিল
সমূহ, যাতে
করে তোমরা চিনতে
পার বছরগুলোর
সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত
কিছু এমনিতেই সৃষ্টি
করেননি, কিন্তু যথার্থতার
সাথে। তিনি প্রকাশ
করেন লক্ষণসমূহ
সে সমস্ত লোকের
জন্য যাদের জ্ঞান
আছে।
[10:6]
নিশ্চয়ই
রাত-দিনের পরিবর্তনের
মাঝে এবং যা কিছু
তিনি সৃষ্টি করেছেন
আসমান ও যমীনে, সবই হল
নিদর্শন সেসব লোকের
জন্য যারা ভয় করে।