[10:54]
বস্তুতঃ
যদি প্রত্যেক গোনাহগারের
কাছে এত পরিমাণ থাকে যা
আছে সমগ্র যমীনের
মাঝে, আর
অবশ্যই যদি সেগুলো
নিজের মুক্তির
বিনিময়ে দিতে চাইবে
আর গোপনে গোপনে
অনুতাপ করবে, যখন আযাব
দেখবে। বস্তুতঃ তাদের
জন্য সিদ্ধান্ত
হবে ন্যায়সঙ্গত
এবং তাদের উপর
জুলম হবে না।
[10:55]
শুনে
রাখ, যা কিছু
রয়েছে আসমানসমূহে
ও যমীনে সবই আল্লাহর। শুনে রাখ, আল্লাহর
প্রতিশ্রুতি সত্য। তবে অনেকেই
জানে না।
[10:56]
তিনিই
জীবন ও মরণ দান
করেন এবং তাঁরই
কাছে প্রত্যাবর্তন
করতে হবে।
[10:57]
হে মানবকুল, তোমাদের
কাছে উপদেশবানী
এসেছে তোমাদের পরওয়ারদেগারের
পক্ষ থেকে এবং
অন্তরের রোগের
নিরাময়, হেদায়েত ও রহমত
মুসলমানদের জন্য।
[10:58]
বল, আল্লাহর
দয়া ও মেহেরবাণীতে। সুতরাং
এরই প্রতি তাদের
সন্তুষ্ট থাকা
উচিৎ। এটিই উত্তম
সে সমুদয় থেকে
যা সঞ্চয় করছ।
[10:59]
বল, আচ্ছা
নিজেই লক্ষ্য করে
দেখ, যা কিছু
আল্লাহ তোমাদের
জন্য রিযিক হিসাবে
অবতীর্ণ করেছেন, তোমরা
সেগুলোর মধ্য
থেকে কোনটাকে হারাম
আর কোনটাকে হালাল
সাব্যস্ত করেছ? বল, তোমাদের
কি আল্লাহ নির্দেশ দিয়েছেন, নাকি আল্লাহর
উপর অপবাদ আরোপ
করছ?
[10:60]
আর আল্লাহর
প্রতি মিথ্যা অপবাদ
আরোপকারীদের
কি ধারণা কেয়ামত
সম্পর্কে? আল্লাহ
তো মানুষের প্রতি
অনুগ্রহই করেন, কিন্তু
অনেকেই কৃতজ্ঞতা
স্বীকার করে না।
[10:61]
বস্তুতঃ
যে কোন অবস্থাতেই
তুমি থাক এবং কোরআনের
যে কোন অংশ থেকেই
পাঠ করা কিংবা
যে কোন কাজই তোমরা
কর অথচ আমি তোমাদের
নিকটে উপস্থিত থাকি
যখন তোমরা তাতে
আত্ননিয়োগ কর। আর তোমার
পরওয়ারদেগার থেকে
গোপন থাকে না একটি
কনাও, না
যমীনের এবং না
আসমানের। না এর
চেয়ে ক্ষুদ্র কোন
কিছু আছে, না বড় যা এই
প্রকৃষ্ট কিতাবে
নেই।