[10:62]

মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে

[10:63]

যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে

[10:64]

তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথার কখনো হের-ফের হয় নাএটাই হল মহা সফলতা

[10:65]

আর তাদের কথায় দুঃখ নিয়ো নাআসলে সমস্ত ক্ষমতা আল্লাহরতিনিই শ্রবণকারী, সর্বজ্ঞ

[10:66]

শুনছ, আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে সবই আল্লাহর আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছে-তা আসলে কিছুই নয় এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছু নয় যে, এরা বুদ্ধি খাটাচ্ছে

[10:67]

তিনি তোমাদের জন্য তৈরী করেছেন রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পার, আর দিন দিয়েছেন দর্শন করার জন্যনিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সে সব লোকের জন্য যারা শ্রবণ করে

[10:68]

তারা বলে, আল্লাহ পুত্র সাব্যস্ত করে নিয়েছেন-তিনি পবিত্র, তিনি অমুখাপেক্ষীযাকিছু রয়েছে আসমান সমূহে ও যমীনে সবই তাঁরতোমাদের কাছে তার কোন সনদ নেইকেন তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ কর-যার কোন সনদই তোমাদের কাছে নেই?

[10:69]

বলে দাও, যারা এরূপ করে তারা অব্যাহতি পায় না

[10:70]

পার্থিবজীবনে সামান্যই লাভ, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবেতখন আমি তাদেরকে আস্বাদন করাব কঠিন আযাব-তাদেরই কৃত কুফরীর বদলাতে