[11:54]
বরং আমরাও
তো বলি যে, আমাদের
কোন দেবতা তোমার
উপরে শোচনীয় ভূত
চাপিয়ে দিয়েছে। হুদ বললেন-আমি
আল্লাহকে সাক্ষী
করেছি আর তোমাও সাক্ষী
থাক যে, আমার কোন সম্পর্ক
নাই তাঁদের সাথে
যাদের কে তোমরা
শরিক করছ;
[11:55]
তাকে
ছাড়া, তোমরা
সবাই মিলে আমার
অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর
আমাকে কোন অবকাশ
দিও না।
[11:56]
আমি আল্লাহর
উপর নিশ্চিত ভরসা
করেছি যিনি আমার
এবং তোমাদের পরওয়ারদেগার। পৃথিবীর
বুকে বিচরণকারী
এমন কোন প্রাণী
নাই যা তাঁর র্পূণ
আয়ত্তাধীন নয়। আমার পালকর্তার
সরল পথে সন্দেহ
নেই।
[11:57]
তথাপি
যদি তোমরা মুখ
ফেরাও, তবে আমি তোমাদেরকে
তা পৌছিয়েছি যা
আমার কাছে তোমাদের
প্রতি প্রেরিত
হয়েছে; আর আমার পালনকর্তা
অন্য কোন জাতিকে
তোমাদের স্থলাভিষিক্ত
করবেন, আর তোমরা তাঁর
কিছুই বিগড়াতে
পারবে না; নিশ্চয়ই আমার
পরওয়ারদেগারই
প্রতিটি বস্তুর
হেফাজতকারী।
[11:58]
আর আমার
আদেশ যখন উপস্থিত
হল, তখন আমি
নিজ রহমতে হুদ এবং তাঁর
সঙ্গী ঈমানদারগণকে
পরিত্রাণ করি এবং
তাদেরকে এক কঠিন
শাস্তি থেকে রক্ষা করি।
[11:59]
এ ছিল
আদ জাতি, যারা তাদের পালনকর্তার
আয়াতকে অমান্য করেছে, আর তদীয়
রসূলগণের অবাধ্যতা
করেছে এবং প্রত্যেক
উদ্ধত বিরোধীদের
আদেশ পালন করেছে।
[11:60]
এ দুনিয়ায়
তাদের পিছনে পিছনে
লা’নত রয়েছে
এবং কেয়ামতের দিনেও; জেনে রাখ, আদ জাতি
তাদের পালনকর্তাকে
অস্বীকার করেছে, হুদের জ্ঞাতি
আদ জাতির প্রতি
অভিসম্পাত রয়েছে
জেনে রাখ।
[11:61]
আর সামুদ
জাতি প্রতি তাদের
ভাই সালেহ কে প্রেরণ
করি; তিনি বললেন, হে আমার
জাতি। আল্লাহর বন্দেগী
কর, তিনি ছাড়া
তোমাদের কোন
উপাস্য নাই। তিনিই
যমীন হতে তোমাদেরকে
পয়দা করেছেন, তন্মধ্যে
তোমাদেরকে বসতি
দান করেছেন। অতএব; তাঁর কাছে
ক্ষমা প্রার্থনা
কর অতঃপর তাঁরই
দিকে ফিরে চল আমার পালনকর্তা
নিকটেই আছেন, কবুল করে
থাকেন; সন্দেহ নেই।
[11:62]
তারা
বলল-হে সালেহ, ইতিপূর্বে
তোমার কাছে আমাদের
বড় আশা ছিল। আমাদের
বাপ-দাদা যা পূজা
করত তুমি কি আমাদেরকে
তার পূজা করতে
নিষেধ কর? কিন্তু
যার প্রতি তুমি
আমাদের আহবান জানাচ্ছ
আমাদের তাতে এমন
সন্দেহ রয়েছে যে, মন মোটেই
সায় দিচ্ছে না।