[2:146]
আমি যাদেরকে
কিতাব দান করেছি, তারা তাকে
চেনে, যেমন করে চেনে
নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয়ই
তাদের একটি সম্প্রদায়
জেনে শুনে সত্যকে গোপন
করে।
[2:147]
বাস্তব
সত্য সেটাই যা
তোমার পালনকর্তা
বলেন। কাজেই তুমি সন্দিহান
হয়ো না।
[2:148]
আর সবার
জন্যই রয়েছে কেবলা
একেক দিকে, যে দিকে
সে মুখ করে (এবাদত
করবে)। কাজেই সৎকাজে
প্রতিযোগিতামূলকভাবে
এগিয়ে যাও। যেখানেই
তোমরা থাকবে, আল্লাহ
অবশ্যই তোমাদেরকে
সমবেত করবেন। নিশ্চয়ই
আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।
[2:149]
আর যে
স্থান থেকে তুমি
বের হও, নিজের মুখ মসজিদে হারামের
দিকে ফেরাও-নিঃসন্দেহে
এটাই হলো তোমার
পালনকর্তার পক্ষ
থেকে নির্ধারিত বাস্তব
সত্য। বস্তুতঃ তোমার
পালনকর্তা তোমাদের
কার্যকলাপ সম্পর্কে
অনবহিত নন।
[2:150]
আর তোমরা
যেখান থেকেই বেরিয়ে
আস এবং যেখানেই
অবস্থান কর, সেদিকেই
মুখ ফেরাও, যাতে করে
মানুষের জন্য তোমাদের
সাথে ঝগড়া করার
অবকাশ না থাকে। অবশ্য
যারা অবিবেচক, তাদের
কথা আলাদা। কাজেই
তাদের আপত্তিতে
ভীত হয়ো না। আমাকেই
ভয় কর। যাতে আমি তোমাদের
জন্যে আমার অনুগ্রহ
সমূহ পূর্ণ করে
দেই এবং তাতে যেন
তোমরা সরলপথ প্রাপ্ত
হও।
[2:151]
যেমন, আমি পাঠিয়েছি
তোমাদেরই মধ্য
থেকে তোমাদের জন্যে
একজন রসূল, যিনি তোমাদের
নিকট আমার বাণীসমুহ
পাঠ করবেন এবং
তোমাদের পবিত্র
করবেন; আর তোমাদের শিক্ষা
দেবেন কিতাব ও
তাঁর তত্ত্বজ্ঞান
এবং শিক্ষা দেবেন
এমন বিষয় যা কখনো
তোমরা জানতে না।
[2:152]
সুতরাং
তোমরা আমাকে স্মরণ
কর, আমিও তোমাদের
স্মরণ রাখবো এবং
আমার কৃতজ্ঞতা
প্রকাশ কর; অকৃতজ্ঞ
হয়ো না।
[2:153]
হে মুমিন
গন! তোমরা ধৈর্য্য
ও নামাযের মাধ্যমে সাহায্য
প্রার্থনা কর। নিশ্চিতই
আল্লাহ ধৈর্য্যশীলদের
সাথে রয়েছেন।