[11:118]
আর তোমার
পালনকর্তা যদি
ইচ্ছা করতেন, তবে অবশ্যই
সব মানুষকে একই জাতিসত্তায়
পরিনত করতে পারতেন
আর তারা বিভিন্ন
ভাগে বিভক্ত হতো
না।
[11:119]
তোমার
পালনকর্তা যাদের
উপর রহমত করেছেন, তারা ব্যতীত সবাই চিরদিন
মতভেদ করতেই থাকবে
এবং এজন্যই তাদেরকে
সৃষ্টি করেছেন। আর তোমার আল্লাহর
কথাই পূর্ণ হল
যে, অবশ্যই
আমি জাহান্নামকে
জ্বিন ও মানুষ
দ্বারা একযোগে ভর্তি
করব।
[11:120]
আর আমি
রসূলগণের সব বৃত্তান্তই
তোমাকে বলছি, যদ্দ্বারা
তোমার অন্তরকে
মজবুত করছি। আর এভাবে
তোমার নিকট মহাসত্য
এবং ঈমানদারদের
জন্য নসীহত ও স্বরণীয়
বিষয়বস্তু এসেছে।
[11:121]
আর যারা
ঈমান আনে না, তাদেরকে
বলে দাও যে, তোমরা
নিজ নিজ অবস্থায়
কাজ করে যাও আমরাও
কাজ করে যাই।
[11:122]
এবং তোমরাও
অপেক্ষা করে থাক, আমরাও
অপেক্ষায় রইলাম।
[11:123]
আর আল্লাহর
কাছেই আছে আসমান
ও যমীনের গোপন
তথ্য; আর সকল কাজের
প্রত্যাবর্তন
তাঁরই দিকে; অতএব, তাঁরই
বন্দেগী কর এবং
তাঁর উপর ভরসা রাখ, আর তোমাদের
কার্যকলাপ সম্বন্ধে
তোমার পালনকর্তা
কিন্তু বে-খবর
নন।
Yûsuf
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[12:1]
আলিফ-লা-ম-রা; এগুলো
সুস্পষ্ট গ্রন্থের
আয়াত।
[12:2]
আমি একে
আরবী ভাষায় কোরআন
রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা
বুঝতে পার।
[12:3]
আমি তোমার
নিকট উত্তম কাহিনী
বর্ণনা করেছি, যেমতে আমি এ
কোরআন তোমার
নিকট অবতীর্ণ করেছি। তুমি এর
আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের
অন্তর্ভূক্ত ছিলে।
[12:4]
যখন ইউসুফ
পিতাকে বললঃ পিতা, আমি স্বপ্নে
দেখেছি এগারটি
নক্ষত্রকে। সুর্যকে
এবং চন্দ্রকে। আমি তাদেরকে
আমার উদ্দেশে সেজদা
করতে দেখেছি।