[12:15]
অতঃপর
তারা যখন তাকে
নিয়ে চলল এবং অন্ধকূপে
নিক্ষেপ করতে একমত
হল এবং আমি তাকে
ইঙ্গিত করলাম যে, তুমি তাদেরকে
তাদের এ কাজের
কথা বলবে এমতাবস্থায়
যে, তারা তোমাকে
চিনবে না।
[12:16]
তারা
রাতের বেলায় কাঁদতে
কাঁদতে পিতার কাছে
এল।
[12:17]
তারা
বললঃ পিতাঃ আমরা
দৌড় প্রতিযোগিতা
করতে গিয়েছিলাম
এবং ইউসুফকে আসবাব-পত্রের
কাছে রেখে গিয়েছিলাম। অতঃপর
তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো
আমাদেরকে বিশ্বাস
করবেন না, যদিও আমরা
সত্যবাদী।
[12:18]
এবং তারা
তার জামায় কৃত্রিম
রক্ত লাগিয়ে আনল। বললেনঃ এটা কখনই
নয়; বরং তোমাদের
মন তোমাদেরকে
একটা কথা সাজিয়ে
দিয়েছে। সুতরাং
এখন ছবর করাই শ্রেয়। তোমরা
যা বর্ণনা করছ, সে বিষয়ে
একমাত্র আল্লাহই
আমার সাহায্য স্থল।
[12:19]
এবং একটি
কাফেলা এল। অতঃপর
তাদের পানি সংগ্রাহককে প্রেরণ
করল। সে
বালতি ফেলল। বললঃ কি
আনন্দের কথা। এ তো
একটি কিশোর তারা
তাকে পন্যদ্রব্য
গণ্য করে গোপন
করে ফেলল। আল্লাহ
খুব জানেন যা কিছু
তারা করেছিল।
[12:20]
ওরা তাকে
কম মূল্যে বিক্রি
করে দিল গনাগুণতি
কয়েক দেরহাম এবং
তাঁর ব্যাপারে
নিরাসক্ত ছিল।
[12:21]
মিসরে
যে ব্যক্তি তাকে
ক্রয় করল, সে তার
স্ত্রীকে বললঃ একে
সম্মানে রাখ। সম্ভবতঃ
সে আমাদের কাছে
আসবে অথবা আমরা
তাকে পুত্ররূপে গ্রহণ
করে নেব। এমনিভাবে
আমি ইউসুফকে এদেশে
প্রতিষ্ঠিত করলাম
এবং এ জন্যে যে তাকে বাক্যাদির
পূর্ণ মর্ম অনুধাবনের
পদ্ধতি বিষয়ে শিক্ষা
দেই। আল্লাহ
নিজ কাজে প্রবল
থাকেন, কিন্তু অধিকাংশ
লোক তা জানে না।
[12:22]
যখন সে
পূর্ণ যৌবনে পৌছে
গেল, তখন তাকে
প্রজ্ঞা ও ব্যুৎপত্তি
দান করলাম। এমননিভাবে
আমি সৎকর্মপরায়ণদেরকে
প্রতিদান দেই।