[2:154]
আর যারা
আল্লাহর রাস্তায়
নিহত হয়, তাদের মৃত বলো
না। বরং তারা
জীবিত, কিন্তু তোমরা
তা বুঝ না।
[2:155]
এবং অবশ্যই
আমি তোমাদিগকে
পরীক্ষা করব কিছুটা
ভয়, ক্ষুধা, মাল ও
জানের ক্ষতি ও
ফল-ফসল বিনষ্টের
মাধ্যমে। তবে সুসংবাদ
দাও সবরকারীদের।
[2:156]
যখন তারা
বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয়
আমরা সবাই আল্লাহর
জন্য এবং আমরা
সবাই তাঁরই সান্নিধ্যে
ফিরে যাবো।
[2:157]
তারা
সে সমস্ত লোক, যাদের
প্রতি আল্লাহর
অফুরন্ত অনুগ্রহ
ও রহমত রয়েছে এবং
এসব লোকই হেদায়েত
প্রাপ্ত।
[2:158]
নিঃসন্দেহে
সাফা ও মারওয়া
আল্লাহ তা’আলার নিদর্শন গুলোর
অন্যতম। সুতরাং
যারা কা’বা ঘরে হজ্ব বা
ওমরাহ পালন করে, তাদের
পক্ষে এ দুটিতে
প্রদক্ষিণ করাতে
কোন দোষ নেই। বরং কেউ
যদি স্বেচ্ছায়
কিছু নেকীর কাজ করে, তবে আল্লাহ
তা’আলার অবশ্যই
তা অবগত হবেন এবং
তার সে আমলের সঠিক
মুল্য দেবেন।
[2:159]
নিশ্চয়
যারা গোপন করে, আমি যেসব
বিস্তারিত তথ্য
এবং হেদায়েতের
কথা নাযিল করেছি
মানুষের জন্য কিতাবের
মধ্যে বিস্তারিত
বর্ণনা করার পরও; সে সমস্ত
লোকের প্রতিই
আল্লাহর অভিসম্পাত
এবং অন্যান্য অভিসম্পাতকারীগণের ও।
[2:160]
তবে যারা
তওবা করে এবং বর্ণিত
তথ্যাদির সংশোধন
করে মানুষের কাছে
তা বর্ণনা করে
দেয়, সে সমস্ত
লোকের তওবা আমি
কবুল করি এবং আমি তওবা কবুলকারী
পরম দয়ালু।
[2:161]
নিশ্চয়
যারা কুফরী করে
এবং কাফের অবস্থায়ই
মৃত্যুবরণ করে, সে সমস্ত
লোকের প্রতি আল্লাহর
ফেরেশতাগনের এবং
সমগ্র মানুষের
লা’নত।
[2:162]
এরা চিরকাল
এ লা’নতের মাঝেই
থাকবে। তাদের উপর
থেকে আযাব কখনও
হালকা করা হবে
না বরং এরা বিরাম
ও পাবে না।
[2:163]
আর তোমাদের
উপাস্য একইমাত্র
উপাস্য। তিনি ছাড়া
মহা করুণাময় দয়ালু
কেউ নেই।