[12:104]
আপনি
এর জন্যে তাদের
কাছে কোন বিনিময়
চান না। এটা তো সারা
বিশ্বের জন্যে
উপদেশ বৈ নয়।
[12:105]
অনেক
নিদর্শন রয়েছে
নভোমন্ডলে ও ভু-মন্ডলে
যেগুলোর উপর দিয়ে
তারা পথ অতিক্রম
করে এবং তারা এসবের
দিকে মনোনিবেশ
করে না।
[12:106]
অনেক
মানুষ আল্লাহর
প্রতি বিশ্বাস
স্থাপন করে, কিন্তু সাথে সাথে
শিরকও করে।
[12:107]
তারা
কি নির্ভীক হয়ে
গেছে এ বিষয়ে যে, আল্লাহর
আযাবের কোন বিপদ
তাদেরকে আবৃত করে
ফেলবে অথবা তাদের
কাছে হঠাৎ কেয়ামত
এসে যাবে, অথচ তারা টেরও
পাবে না?
[12:108]
বলে দিনঃ
এই আমার পথ। আমি আল্লাহর
দিকে বুঝে সুঝে দাওয়াত
দেই আমি এবং আমার
অনুসারীরা। আল্লাহ
পবিত্র। আমি অংশীবাদীদের
অন্তর্ভুক্ত নই।
[12:109]
আপনার
পূর্বে আমি যতজনকে
রসূল করে পাঠিয়েছি, তারা সবাই পুরুষই
ছিল জনপদবাসীদের
মধ্য থেকে। আমি তাঁদের
কাছে ওহী প্রেরণ
করতাম। তারা কি দেশ-বিদেশ
ভ্রমণ করে না, যাতে দেখে
নিত কিরূপ পরিণতি
হয়েছে তাদের যারা
পূর্বে ছিল ? সংযমকারীদের
জন্যে পরকালের
আবাসই উত্তম। তারা কি
এখনও বোঝে না?
[12:110]
এমনকি
যখন পয়গম্বরগণ
নৈরাশ্যে পতিত
হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা
করতে শুরু করতেন
যে, তাদের
অনুমান বুঝি মিথ্যায়
পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের
কাছে আমার সাহায্য
পৌছে। অতঃপর আমি
যাদের চেয়েছি তারা
উদ্ধার পেয়েছে। আমার শাস্তি
অপরাধী সম্প্রদায়
থেকে প্রতিহত হয়
না।
[12:111]
তাদের
কাহিনীতে বুদ্ধিমানদের
জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয়
বিষয়, এটা
কোন মনগড়া কথা
নয়, কিন্তু
যারা বিশ্বাস স্থাপন
করে তাদের জন্যে
পূর্বেকার কালামের
সমর্থন এবং প্রত্যেক
বস্তুর বিবরণ রহমত
ও হেদায়েত।