[13:19]
যে ব্যক্তি
জানে যে, যা কিছু পালনকর্তার
পক্ষ থেকে আপনার
প্রতি অবর্তীর্ণ
হয়েছে তা সত্য
সে কি ঐ ব্যক্তির
সমান, যে
অন্ধ? তারাই বোঝে, যারা বোধশক্তি
সম্পন্ন।
[13:20]
এরা এমন
লোক, যারা
আল্লাহর প্রতিশ্রুতি
পূর্ণ করে এবং অঙ্গীকার
ভঙ্গ করে না।
[13:21]
এবং যারা
বজায় রাখে ঐ সম্পর্ক, যা বজায়
রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন
এবং স্বীয় পালনকর্তাকে
ভয় করে এবং কঠোর
হিসাবের আশঙ্কা
রাখে।
[13:22]
এবং যারা
স্বীয় পালনকর্তার
সন্তুষ্টির জন্যে
সবর করে, নামায প্রতিষ্টা
করে আর আমি তাদেরকে
যা দিয়েছি, তা থেকে
গোপনে ও প্রকাশ্য
ব্যয় করে এবং যারা
মন্দের বিপরীতে
ভাল করে, তাদের জন্যে রয়েছে
পরকালের গৃহ।
[13:23]
তা হচ্ছে
বসবাসের বাগান। তাতে তারা
প্রবেশ করবে এবং তাদের
সৎকর্মশীল বাপ-দাদা, স্বামী-স্ত্রী
ও সন্তানেরা। ফেরেশতারা
তাদের কাছে আসবে প্রত্যেক
দরজা দিয়ে।
[13:24]
বলবেঃ
তোমাদের সবরের
কারণে তোমাদের
উপর শান্তি বর্ষিত
হোক। আর তোমাদের
এ পরিণাম-গৃহ কতই
না চমৎকার।
[13:25]
এবং যারা
আল্লাহর অঙ্গীকারকে
দৃঢ় ও পাকা-পোক্ত
করার পর তা ভঙ্গ
করে, আল্লাহ
যে, সম্পর্ক
বজায় রাখতে আদেশ
করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে
অশান্তি সৃষ্টি
করে, ওরা ঐ
সমস্ত লোক যাদের
জন্যে রয়েছে অভিসম্পাত
এবং ওদের জন্যে
রয়েছে কঠিন আযাব।
[13:26]
আল্লাহ
যার জন্যে ইচ্ছা
রুযী প্রশস্ত করেন
এবং সংকুচিত করেন। তারা পার্থিব
জীবনের প্রতি মুগ্ধ। পার্থিবজীবন
পরকালের সামনে
অতি সামান্য সম্পদ
বৈ নয়।
[13:27]
কাফেররা
বলেঃ তাঁর প্রতি
তাঁর পালনকর্তার
পক্ষ থেকে কোন নিদর্শন
কেন অবতীর্ণ হলো
না? বলে দিন, আল্লাহ
যাকে ইচ্ছা পথভ্রষ্ট
করেন এবং যে, মনোনিবেশ
করে, তাকে নিজের
দিকে পথপ্রদর্শন
করেন।
[13:28]
যারা
বিশ্বাস স্থাপন
করে এবং তাদের
অন্তর আল্লাহর যিকির
দ্বারা শান্তি
লাভ করে; জেনে রাখ, আল্লাহর
যিকির দ্বারাই
অন্তর সমূহ শান্তি
পায়।