[13:43]
কাফেররা
বলেঃ আপনি প্রেরিত
ব্যক্তি নন। বলে দিন, আমার ও তোমাদের
মধ্যে প্রকৃষ্ট
সাক্ষী হচ্ছেন
আল্লাহ এবং ঐ ব্যক্তি, যার কাছে গ্রন্থের
জ্ঞান আছে।
Ibrâhîm
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[14:1]
আলিফ-লাম-রা; এটি একটি
গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল
করেছি-যাতে আপনি
মানুষকে অন্ধকার
থেকে আলোর দিকে
বের করে আনেন-পরাক্রান্ত, প্রশংসার
যোগ্য পালনকর্তার
নির্দেশে তাঁরই
পথের দিকে।
[14:2]
তিনি
আল্লাহ; যিনি নভোমন্ডল
ও ভূ-মন্ডলের সবকিছুর মালিক। কাফেরদের
জন্যে বিপদ রয়েছে, কঠোর
আযাব;
[14:3]
যারা
পরকালের চাইতে
পার্থিব জীবনকে
পছন্দ করে; আল্লাহর
পথে বাধা দান করে
এবং তাতে বক্রতা
অন্বেষণ করে, তারা পথ
ভুলে দূরে পড়ে আছে।
[14:4]
আমি সব
পয়গম্বরকেই তাদের
স্বজাতির ভাষাভাষী
করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে
পরিষ্কার বোঝাতে
পারে। অতঃপর আল্লাহ
যাকে ইচ্ছা, পথঃভ্রষ্ট
করেন এবং যাকে
ইচ্ছা সৎপথ
প্রদর্শন করেন। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
[14:5]
আমি মূসাকে
নিদর্শনাবলী সহ
প্রেরণ করেছিলাম
যে, স্বজাতিকে
অন্ধকার থেকে আলোর
দিকে আনয়ন এবং
তাদেরকে আল্লাহর
দিনসমূহ স্মরণ করান। নিশ্চয়
এতে প্রত্যেক ধৈর্যশীল
কৃতজ্ঞের জন্যে
নিদর্শনাবলী রয়েছে।