[14:25]
সে পালনকর্তার
নির্দেশে অহরহ
ফল দান করে। আল্লাহ মানুষের
জন্যে দৃষ্টান্ত
বর্ণণা করেন-যাতে
তারা চিন্তা-ভাবনা
করে।
[14:26]
এবং নোংরা
বাক্যের উদাহরণ
হলো নোংরা বৃক্ষ। একে মাটির
উপর থেকে উপড়ে
নেয়া হয়েছে। এর কোন
স্থিতি নেই।
[14:27]
আল্লাহ
তা’আলা মুমিনদেরকে
মজবুত বাক্য দ্বারা
মজবুত করেন। পার্থিবজীবনে
এবং পরকালে। এবং আল্লাহ
জালেমদেরকে পথভ্রষ্ট
করেন। আল্লাহ যা ইচ্ছা, তা করেন।
[14:28]
তুমি
কি তাদের কে দেখনি, যারা আল্লাহর
নেয়ামতকে কুফরে পরিণত
করেছে এবং স্ব-জাতিকে
সম্মুখীন করেছে
ধ্বংসের আলয়ে।
[14:29]
দোযখের? তারা তাতে
প্রবেশ করবে সেটা
কতই না মন্দ আবাস।
[14:30]
এবং তারা
আল্লাহর জন্যে
সমকক্ষ স্থির করেছে, যাতে তারা তার
পথ থেকে বিচ্যুত
করে দেয়। বলুনঃ
মজা উপভোগ করে
নাও। অতঃপর
তোমাদেরকে অগ্নির
দিকেই ফিরে যেতে
হবে।
[14:31]
আমার
বান্দাদেরকে বলে
দিন যারা বিশ্বাস
স্থাপন করেছে, তারা নামায
কায়েম রাখুক এবং
আমার দেয়া রিযিক
থেকে গোপনে ও
প্রকাশ্যে ব্যয়
করুক ঐদিন আসার
আগে, যেদিন
কোন বেচা কেনা
নেই এবং বন্ধুত্বও
নেই।
[14:32]
তিনিই
আল্লাহ, যিনি নভোমন্ডল
ও ভুমন্ডল সৃজন
করেছেন এবং আকাশ
থেকে পানি বর্ষণ
করে অতঃপর তা দ্বারা
তোমাদের জন্যে
ফলের রিযিক উৎপন্ন করেছেন
এবং নৌকাকে তোমাদের
আজ্ঞাবহ করেছেন, যাতে তাঁর
আদেশে সমুদ্রে
চলা ফেরা করে এবং
নদ-নদীকে তোমাদের
সেবায় নিয়োজিত
করেছেন।
[14:33]
এবং তোমাদের
সেবায় নিয়োজিত
করেছেন সূর্যকে
এবং চন্দ্রকে সর্বদা
এক নিয়মে এবং রাত্রি
ও দিবাকে তোমাদের
কাজে লাগিয়েছেন।