[15:16]
নিশ্চয়
আমি আকাশে রাশিচক্র
সৃষ্টি করেছি এবং
তাকে দর্শকদের
জন্যে সুশোভিত
করে দিয়েছি।
[15:17]
আমি আকাশকে
প্রত্যেক বিতাড়িত
শয়তান থেকে নিরাপদ
করে দিয়েছি।
[15:18]
কিন্তু
যে চুরি করে শুনে
পালায়, তার পশ্চাদ্ধাবন
করে উজ্জ্বল উল্কাপিন্ড।
[15:19]
আমি ভু-পৃষ্ঠকে
বিস্তৃত করেছি
এবং তার উপর পর্বতমালা স্থাপন
করেছি এবং তাতে
প্রত্যেক বস্তু
সুপরিমিতভাবে
উৎপন্ন করেছি।
[15:20]
আমি তোমাদের
জন্যে তাতে জীবিকার
উপকরন সৃষ্টি করছি এবং তাদের
জন্যেও যাদের অন্নদাতা
তোমরা নও।
[15:21]
আমার
কাছে প্রত্যেক
বস্তুর ভান্ডার
রয়েছে। আমি নির্দিষ্ট
পরিমানেই তা অবতরণ
করি।
[15:22]
আমি বৃষ্টিগর্ভ
বায়ু পরিচালনা
করি অতঃপর আকাশ
থেকে পানি বর্ষণ
করি, এরপর তোমাদেরকে
তা পান করাই। বস্তুতঃ
তোমাদের কাছে
এর ভান্ডার নেই।
[15:23]
আমিই
জীবনদান করি, মৃত্যুদান
করি এবং আমিই চুড়ান্ত মালিকানার
অধিকারী।
[15:24]
আমি জেনে
রেখেছি তোমাদের
অগ্রগামীদেরকে
এবং আমি জেনে রেখেছি
পশ্চাদগামীদেরকে।
[15:25]
আপনার
পালনকর্তাই তাদেরকে
একত্রিত করে আনবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাবান, জ্ঞানময়।
[15:26]
আমি মানবকে
পচা কর্দম থেকে
তৈরী বিশুস্ক ঠনঠনে
মাটি দ্বারা সৃষ্টি
করেছি।
[15:27]
এবং জিনকে
এর আগে লু এর আগুনের
দ্বারা সৃজিত করেছি।
[15:28]
আর আপনার
পালনকর্তা যখন
ফেরেশতাদেরকে
বললেনঃ আমি পচা কর্দম
থেকে তৈরী বিশুষ্ক
ঠনঠনে মাটি দ্বারা
সৃষ্ট একটি মানব
জাতির পত্তন করব।
[15:29]
অতঃপর
যখন তাকে ঠিকঠাক
করে নেব এবং তাতে
আমার রূহ থেকে ফঁুক
দেব, তখন তোমরা
তার সামনে সেজদায়
পড়ে যেয়ো।
[15:30]
তখন ফেরেশতারা
সবাই মিলে সেজদা
করল।
[15:31]
কিন্তু
ইবলীস-সে সেজদাকারীদের
অন্তর্ভূক্ত হতে স্বীকৃত
হল না।