[15:32]

আল্লাহ বললেনঃ হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হলে না?

[15:33]

বললঃ আমি এমন নই যে, একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরী ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন

[15:34]

আল্লাহ বললেনঃ তবে তুমি এখান থেকে বের হয়ে যাওতুমি বিতাড়িত

[15:35]

এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত

[15:32]

আল্লাহ বললেনঃ হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হলে না?

[15:33]

বললঃ আমি এমন নই যে, একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরী ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন

[15:34]

আল্লাহ বললেনঃ তবে তুমি এখান থেকে বের হয়ে যাওতুমি বিতাড়িত

[15:35]

এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত

[15:36]

সে বললঃ হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন

[15:37]

আল্লাহ বললেনঃ তোমাকে অবকাশ দেয়া হল

[15:38]

সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত

[15:39]

সে বললঃ হে আমার পলনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ঠ করে দেব

[15:40]

আপনার মনোনীত বান্দাদের ব্যতীত

[15:41]

আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ

[15:42]

যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোন ক্ষমতা নেই; কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে

[15:43]

তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম

[15:44]

এর সাতটি দরজা আছেপ্রত্যেক দরজার জন্যে এক একটি পৃথক দল আছে

[15:45]

নিশ্চয় খোদাভীরুরা বাগান ও নির্ঝরিনীসহূহে থাকবে

[15:46]

বলা হবেঃ এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকরে প্রবেশ কর

[15:47]

তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে

[15:48]

সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিস্কৃত হবে না

[15:49]

আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু

[15:50]

এবং ইহাও যে, আমার শাস্তিই যন্ত্রনাদায়ক শাস্তি

[15:51]

আপনি তাদেরকে ইব্রাহীমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন

[15:32]

আল্লাহ বললেনঃ হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হলে না?

[15:33]

বললঃ আমি এমন নই যে, একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরী ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন

[15:34]

আল্লাহ বললেনঃ তবে তুমি এখান থেকে বের হয়ে যাওতুমি বিতাড়িত

[15:35]

এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত

[15:36]

সে বললঃ হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন

[15:37]

আল্লাহ বললেনঃ তোমাকে অবকাশ দেয়া হল

[15:38]

সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত

[15:39]

সে বললঃ হে আমার পলনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ঠ করে দেব

[15:40]

আপনার মনোনীত বান্দাদের ব্যতীত

[15:41]

আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ

[15:42]

যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোন ক্ষমতা নেই; কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে

[15:43]

তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম

[15:44]

এর সাতটি দরজা আছেপ্রত্যেক দরজার জন্যে এক একটি পৃথক দল আছে

[15:45]

নিশ্চয় খোদাভীরুরা বাগান ও নির্ঝরিনীসহূহে থাকবে

[15:46]

বলা হবেঃ এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকরে প্রবেশ কর

[15:47]

তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে

[15:48]

সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিস্কৃত হবে না

[15:49]

আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু

[15:50]

এবং ইহাও যে, আমার শাস্তিই যন্ত্রনাদায়ক শাস্তি

[15:51]

আপনি তাদেরকে ইব্রাহীমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন