[15:56]
তিনি
বললেনঃ পালনকর্তার
রহমত থেকে পথভ্রষ্টরা
ছাড়া কে নিরাশ
হয় ?
[15:57]
তিনি
বললেনঃ অতঃপর তোমাদের
প্রধান উদ্দেশ্য
কি হে আল্লাহর প্রেরিতগণ
?
[15:58]
তারা
বললঃ আমরা একটি
অপরাধী সম্প্রদায়ের
প্রতি প্রেরিত হয়েছি।
[15:59]
কিন্তু
লূতের পরিবার-পরিজন। আমরা অবশ্যই
তাদের সবাইকে বাঁচিয়ে
নেব।
[15:60]
তবে তার
স্ত্রী। আমরা স্থির
করেছি যে, সে থেকে যাওয়াদের
দলভূক্ত হবে।
[15:61]
অতঃপর
যখন প্রেরিতরা
লূতের গৃহে পৌছল।
[15:62]
তিনি
বললেনঃ তোমরা
তো অপরিচিত লোক।
[15:63]
তারা
বললঃ না বরং আমরা
আপনার কাছে ঐ বস্তু
নিয়ে এসেছি, যে সম্পর্কে
তারা বিবাদ করত।
[15:64]
এবং আমরা
আপনার কাছে সত্য
বিষয় নিয়ে এসেছি
এবং আমরা সত্যবাদী।
[15:65]
অতএব
আপনি শেষরাত্রে
পরিবারের সকলকে
নিয়ে চলে যান এবং আপনি তাদের
পশ্চাদনুসরণ করবেন
না এবং আপনাদের
মধ্যে কেউ যেন
পিছন ফিরে না দেখে। আপনারা
যেখানে আদেশ প্রাপ্ত
হচ্ছেন সেখানে
যান।
[15:66]
আমি লূতকে
এ বিষয় পরিজ্ঞাত
করে দেই যে, সকাল হলেই তাদেরকে
সমুলে বিনাশ করে
দেয়া হবে।
[15:67]
শহরবাসীরা
আনন্দ-উল্লাস করতে
করতে পৌছল।
[15:68]
লূত বললেনঃ
তারা আমার মেহমান। অতএব আমাকে
লাঞ্ছিত করো না।
[15:69]
তোমরা
আল্লাহকে ভয় কর
এবং আমার ইযযত
নষ্ট করো না।
[15:70]
তার বললঃ
আমরা কি আপনাকে
জগৎদ্বাসীর সমর্থন
করতে নিষেধ করিনি।