[15:71]

তিনি বললেনঃ যদি তোমরা একান্ত কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে

[15:72]

আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল

[15:73]

অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল

[15:74]

অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম

[15:75]

নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে

[15:76]

জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে

[15:77]

নিশ্চয় এতে ঈমানদারদের জন্যে নিদর্শণ আছে

[15:78]

নিশ্চয় গহীন বনের অধিবাসীরা পাপী ছিল

[15:79]

অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছিউভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত

[15:80]

নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে

[15:81]

আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছিঅতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়

[15:82]

তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত

[15:83]

অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল

[15:84]

তখন কোন উপকারে আসল না যা তারা উপার্জন করেছিল

[15:85]

আমি নভোমন্ডল, ভুমন্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনিকেয়ামত অবশ্যই আসবেঅতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপক্ষো করুন

[15:86]

নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা, সর্বজ্ঞ

[15:87]

আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি

[15:88]

আপনি চক্ষু তুলে ঐ বস্তুর প্রতি দেখবেন না, যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্যে দিয়েছি, তাদের জন্যে চিন্তিত হবেন না আর ঈমানদারদের জন্যে স্বীয় বাহু নত করুন

[15:89]

আর বলুনঃ আমি প্রকাশ্য ভয় প্রদর্শক

[15:90]

যেমন আমি নাযিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর