[15:91]
যারা
কোরআনকে খন্ড
খন্ড করেছে।
[15:92]
অতএব
আপনার পালনকর্তার
কসম, আমি অবশ্যই
ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ
করব।
[15:93]
ওদের
কাজকর্ম সম্পর্কে।
[15:94]
অতএব
আপনি প্রকাশ্যে
শুনিয়ে দিন যা
আপনাকে আদেশ করা হয় এবং
মুশরিকদের পরওয়া
করবেন না।
[15:95]
বিদ্রুপকারীদের
জন্যে আমি আপনার
পক্ষ থেকে যথেষ্ট।
[15:96]
যারা
আল্লাহর সাথে অন্য
উপাস্য সাব্যস্ত
করে। অতএব অতিসত্তর
তারা জেনে নেবে।
[15:97]
আমি জানি
যে আপনি তাদের
কথাবর্তায় হতোদ্যম
হয়ে পড়েন।
[15:98]
অতএব
আপনি পালনকর্তার
সৌন্দর্য স্মরণ
করুন এবং সেজদাকারীদের
অন্তর্ভূক্ত হয়ে
যান।
[15:99]
এবং পালনকর্তার
এবাদত করুন, যে পর্যন্ত
আপনার কাছে নিশ্চিত
কথা না আসে।
An-Nahl
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[16:1]
আল্লাহর
নির্দেশ এসে গেছে। অতএব এর
জন্যে তাড়াহুড়া করো না। ওরা যেসব
শরীক সাব্যস্ত
করছে সেসব থেকে
তিনি পবিত্র ও
বহু উর্ধ্বে।
[16:2]
তিনি
স্বীয় নির্দেশে
বান্দাদের মধ্যে
যার কাছে ইচ্ছা, নির্দেশসহ
ফেরেশতাদেরকে
এই মর্মে নাযিল
করেন যে, হুশিয়ার করে দাও, আমি ছাড়া
কোন উপাস্য নেই। অতএব আমাকে
ভয় কর।
[16:3]
যিনি
যথাবিধি আকাশরাজি
ও ভূ-মন্ডল সৃষ্টি
করেছেন। তারা যাকে
শরীক করে তিনি
তার বহু উর্ধ্বে।
[16:4]
তিনি
মানবকে এক ফোটা
বীর্য থেকে সৃষ্টি
করেছেন। এতদসত্বেও
সে প্রকাশ্য বিতন্ডাকারী
হয়ে গেছে।
[16:5]
চতুষ্পদ
জন্তুকে তিনি সৃষ্টি
করেছেন। এতে তোমাদের জন্যে
শীত বস্ত্রের উপকরণ
আছে। আর
অনেক উপকার হয়েছে
এবং কিছু সংখ্যককে
তোমরা আহার্যে? পরিণত
করে থাক।
[16:6]
এদের
দ্বারা তোমাদের
সম্মান হয়, যখন বিকালে
চারণভূমি থেকে নিয়ে
আস এবং সকালে চারণ
ভূমিতে নিয়ে যাও।