[16:43]
আপনার
পূর্বেও আমি প্রত্যাদেশসহ
মানবকেই তাদের
প্রতি প্রেরণ করেছিলাম
অতএব জ্ঞানীদেরকে
জিজ্ঞেস কর, যদি তোমাদের
জানা না থাকে;
[16:44]
প্রেরণ
করেছিলাম তাদেরকে
নিêেদশাবলী
ও অবতীর্ণ গ্রন্থসহ
এবং আপনার কাছে
আমি স্মরণিকা অবতীর্ণ
করেছি, যাতে আপনি লোকদের
সামনে ঐসব বিষয় বিবৃত
করেন, যে
গুলো তোদের প্রতি
নাযিল করা হয়েছে, যাতে তারা চিন্তা-ভাবনা
করে।
[16:45]
যারা
কুচক্র করে, তারা কি
এ বিষয়ে ভয় করে
না যে, আল্লাহ
তাদেরকে ভূগর্ভে
বিলীন করে দিবেন
কিংবা তাদের কাছে
এমন জায়গা থেকে
আযাব আসবে যা তাদের
ধারণাতীত।
[16:46]
কিংবা
চলাফেরার মধ্যেই
তাদেরকে পাকড়াও
করবে, তারা
তো তা ব্যর্থ
করতে পারবে না।
[16:47]
কিংবা
ভীতি প্রদর্শনের
পর তাদেরকে পাকড়াও
করবেন? তোমাদের পালনকর্তা
তো অত্যন্ত নম্র, দয়ালু।
[16:48]
তারা
কি আল্লাহর সৃজিত
বস্তু দেখে না, যার ছায়া আল্লাহর
প্রতি বিনীতভাবে
সেজদাবনত থেকে
ডান ও বাম দিকে
ঝুঁকে পড়ে।
[16:49]
আল্লাহকে
সেজদা করে যা কিছু
নভোমন্ডলে আছে
এবং যা কিছু ভুমন্ডলে
আছে এবং ফেরেশতাগণ; তারা অহংকার
করে না।
[16:50]
তারা
তাদের উপর পরাক্রমশালী
তাদের পালনকর্তাকে
ভয় করে এবং তারা
যা আদেশ পায়, তা করে [ Sajdah ]
[16:51]
আল্লাহ
বললেনঃ তোমরা
দুই উপাস্য গ্রহণ
করো না উপাস্য
তো মাত্র একজনই। অতএব আমাকেই
ভয় কর।
[16:52]
যা কিছু
নভোমন্ডল ও ভুমন্ডলে
আছে তা তাঁরই এবাদত
করা শাশ্বত কর্তব্য। তোমরা
কি আল্লাহ ব্যতীত
কাউকে ভয় করবে?
[16:53]
তোমাদের
কাছে যে সমস্ত
নেয়ামত আছে, তা আল্লাহরই
পক্ষ থেকে। অতঃপর
তোমরা যখন দুঃখে-কষ্টে
পতিত হও তখন তাঁরই
নিকট কান্নাকাটি
কর।
[16:54]
এরপর
যখন আল্লাহ তোমাদের
কষ্ট দুরীভূত করে
দেন, তখনই তোমাদের
একদল স্বীয় পালনকর্তার
সাথে অংশীদার সাব্যস্ত
করতে থাকে।