[16:80]
আল্লাহ
করে দিয়েছেন তোমাদের
গৃহকে অবস্থানের
জায়গা এবং চতুস্পদ
জন্তুর চামড়া দ্বারা
করেছেন তোমার
জন্যে তাঁবুর ব্যবস্থা। তোমরা এগুলোকে
সফরকালে ও অবস্থান
কালে পাও। ভেড়ার
পশম, উটের বাবরি
চুল ও ছাগলের লোম দ্বারা
কত আসবাবপত্র ও
ব্যবহারের সামগ্রী
তৈরী করেছেন এক
নির্দিষ্ট সময়
পর্যন্ত।
[16:81]
আল্লাহ
তোমাদের জন্যে
সৃজিত বস্তু দ্বারা
ছায়া করে দিয়েছেন
এবং পাহাড় সমূহে
তোমাদের জন্যে
আত্ন গোপনের জায়গা
করেছেন এবং তোমাদের জন্যে
পোশাক তৈরী করে
দিয়েছেন, যা তোমাদেরকে
গ্রীষ্ম এবং বিপদের
সময় রক্ষা করে। এমনিভাবে
তিনি তোমাদের
প্রতি স্বীয় অনুগ্রহের
পূর্ণতা দান করেন, যাতে তোমরা
আত্নসমর্পণ কর।
[16:82]
অতঃপর
যদি তারা পৃষ্ঠ
প্রদর্শন করে, তবে আপনার
কাজ হল সুস্পষ্ট
ভাবে পৌছে দেয়া
মাত্র।
[16:83]
তারা
আল্লাহর অনুগ্রহ
চিনে, এরপর
অস্বীকার করে এবং তাদের
অধিকাংশই অকৃতজ্ঞ।
[16:84]
যেদিন
আমি প্রত্যেক উম্মত
থেকে একজন বর্ণনাকারী
দাঁড় করাব, তখন কাফেরদেরকে
অনুমতি দেয়া হবে
না এবং তাদের তওবা
ও গ্রহণ করা হবে
না।
[16:85]
যখন জালেমরা
আযাব প্রত্যক্ষ
করবে, তখন
তাদের থেকে তা লঘু করা
হবে না এবং তাদেরকে
কোন অবকাশ দেয়া
হবে না।
[16:86]
মুশরিকরা
যখন ঐ সব বস্তুকে
দেখবে, যেসবকে তারা আল্লাহর
সাথে শরীক সাব্যস্ত
করেছিল, তখন বলবেঃ হে আমাদের
পালনকর্তা এরাই
তারা যারা আমাদের
শেরেকীর উপাদান, তোমাকে
ছেড়ে আমরা যাদেরকে
ডাকতাম। তখন ওরা
তাদেরকে বলবেঃ
তোমরা মিথ্যাবাদী।
[16:87]
সেদিন
তারা আল্লাহর সামনে
আত্নসমর্পন করবে
এবং তারা যে মিথ্যা
অপবাদ দিত তা বিস্মৃত
হবে।