[17:18]
যে কেউ
ইহকাল কামনা করে, আমি সেসব
লোককে যা ইচ্ছা সত্ত্বর
দিয়ে দেই। অতঃপর
তাদের জন্যে জাহান্নাম
নির্ধারণ করি। ওরা তাতে নিন্দিত-বিতাড়িত
অবস্থায় প্রবেশ
করবে।
[17:19]
আর যারা
পরকাল কামনা করে
এবং মুমিন অবস্থায়
তার জন্য যথাযথ
চেষ্টা-সাধনা করে, এমন লোকদের
চেষ্টা স্বীকৃত
হয়ে থাকে।
[17:20]
এদেরকে
এবং ওদেরকে প্রত্যেককে
আমি আপনার পালনকর্তার দান পৌছে
দেই এবং আপনার
পালকর্তার দান
অবধারিত।
[17:21]
দেখুন, আমি তাদের
একদলকে অপরের উপর
কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম। পরকাল
তো নিশ্চয়ই মর্তবায়
শ্রেষ্ঠ এবং ফযীলতে
শ্রেষ্ঠতম।
[17:22]
স্থির
করো না আল্লাহর
সাথে অন্য কোন
উপাস্য। তাহলে তুমি নিন্দিত
ও অসহায় হয়ে পড়বে।
[17:23]
তোমার
পালনকর্তা আদেশ
করেছেন যে, তাঁকে
ছাড়া অন্য কারও এবাদত
করো না এবং পিতা-মাতার
সাথে সদ্ব-ব্যবহার
কর।
তাদের
মধ্যে কেউ অথবা উভয়েই
যদি তোমার জীবদ্দশায়
বার্ধক্যে উপনীত
হয়; তবে তাদেরকে
‘উহ’ শব্দটিও
বলো না এবং তাদেরকে
ধমক দিও না এবং
বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ
কথা।
[17:24]
তাদের
সামনে ভালবাসার
সাথে, নম্রভাবে
মাথা নত করে দাও এবং বলঃ
হে পালনকর্তা, তাদের
উভয়ের প্রতি রহম
কর, যেমন তারা
আমাকে শৈশবকালে লালন-পালন
করেছেন।
[17:25]
তোমাদের
পালনকর্তা তোমাদের
মনে যা আছে তা ভালই জানেন। যদি তোমরা
সৎ হও, তবে তিনি তওবাকারীদের
জন্যে ক্ষমাশীল।
[17:26]
আত্নীয়-স্বজনকে
তার হক দান কর এবং
অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। এবং কিছুতেই
অপব্যয় করো না।
[17:27]
নিশ্চয়
অপব্যয়কারীরা
শয়তানের ভাই। শয়তান
স্বীয় পালনকর্তার
প্রতি অতিশয় অকৃতজ্ঞ।