[17:28]
এবং তোমার
পালনকর্তার করুণার
প্রত্যাশায় অপেক্ষামান থাকাকালে
যদি কোন সময় তাদেরকে
বিমুখ করতে হয়, তখন তাদের
সাথে নম্রভাবে
কথা বল।
[17:29]
তুমি
একেবারে ব্যয়-কুষ্ঠ
হয়োনা এবং একেবারে
মুক্ত হস্তও হয়ো
না।
তাহলে
তুমি তিরস্কৃতি, নিঃস্ব
হয়ে বসে থাকবে।
[17:30]
নিশ্চয়
তোমার পালকর্তা
যাকে ইচ্ছা অধিক
জীবনোপকরণ দান করেন
এবং তিনিই তা সংকুচিতও
করে দেন। তিনিই
তাঁর বান্দাদের
সম্পর্কে ভালোভাবে
অবহিত,-সব কিছু দেখছেন।
[17:31]
দারিদ্রের
ভয়ে তোমাদের সন্তানদেরকে
হত্যা করো না। তাদেরকে
এবং তোমাদেরকে
আমিই জীবনোপকরণ
দিয়ে থাকি। নিশ্চয়
তাদেরকে হত্যা
করা মারাত্নক অপরাধ।
[17:32]
আর ব্যভিচারের
কাছেও যেয়ো না। নিশ্চয়
এটা অশ্লীল কাজ এবং মন্দ
পথ।
[17:33]
সে প্রাণকে
হত্যা করো না, যাকে আল্লাহ
হারাম করেছেন; কিন্তু
ন্যায়ভাবে। যে ব্যক্তি
অন্যায়ভাবে নিহত
হয়, আমি তার
উত্তরাধিকারীকে ক্ষমতা
দান করি। অতএব, সে যেন
হত্যার ব্যাপারে
সীমা লঙ্ঘন না
করে। নিশ্চয়
সে সাহায্যপ্রাপ্ত।
[17:34]
আর, এতিমের
মালের কাছেও যেয়ো
না, একমাত্র
তার কল্যাণ আকাংখা
ছাড়া; সংশ্লিষ্ট
ব্যক্তির যৌবনে
পদার্পন করা পর্যন্ত
এবং অঙ্গীকার পূর্ন কর। নিশ্চয়
অঙ্গীকার সম্পর্কে
জিজ্ঞাসাবাদ করা
হবে।
[17:35]
মেপে
দেয়ার সময় পূর্ণ
মাপে দেবে এবং
সঠিক দাঁড়িপালায় ওজন করবে। এটা উত্তম; এর পরিণাম
শুভ।
[17:36]
যে বিষয়ে
তোমার কোন জ্ঞান
নেই, তার পিছনে
পড়ো না। নিশ্চয়
কান, চক্ষু
ও অন্তঃকরণ এদের
প্রত্যেকটিই জিজ্ঞাসিত
হবে।
[17:37]
পৃথিবীতে
দম্ভভরে পদচারণা
করো না। নিশ্চয়
তুমি তো ভূ পৃষ্ঠকে
কখনই বিদীর্ণ করতে
পারবে না এবং উচ্চতায়
তুমি কখনই পর্বত
প্রমাণ হতে পারবে
না।
[17:38]
এ সবের
মধ্যে যেগুলো
মন্দকাজ, সেগুলো তোমার পালনকর্তার
কাছে অপছন্দনীয়।