[17:59]
পূর্ববর্তীগণ
কতৃêক নিদর্শন
অস্বীকার করার
ফলেই আমাকে নিদর্শনাবলী
প্রেরণ থেকে বিরত
থাকতে হয়েছে। আমি তাদেরকে
বোঝাবার জন্যে
সামুদকে উষ্ট্রী
দিয়েছিলাম। অতঃপর
তারা তার প্রতি
জুলুম করেছিল। আমি ভীতি
প্রদর্শনের উদ্দেশেই
নিদর্শন প্রেরণ
করি।
[17:60]
এবং স্মরণ
করুন, আমি
আপনাকে বলে দিয়েছিলাম
যে, আপনার পালনকর্তা
মানুষকে পরিবেষ্টন
করে রেখেছেন এবং
যে দৃশ্য আমি আপনাকে
দেখিয়েছি তাও কোরআনে
উল্লেখিত অভিশপ্ত
বৃক্ষ কেবল মানুষের
পরীক্ষার জন্যে। আমি তাদেরকে
ভয় প্রদর্শন করি। কিন্তু
এতে তাদের অবাধ্যতাই
আরও বৃদ্ধি পায়।
[17:61]
স্মরণ
কর, যখন আমি
ফেরেশতাদেরকে
বললামঃ আদমকে সেজদা কর, তখন ইবলীস
ব্যতীত সবাই সেজদায়
পড়ে গেল। কিন্তু
সে বললঃ আমি কি
এমন ব্যক্তিকে সেজদা
করব, যাকে আপনি
মাটির দ্বারা সৃষ্টি
করেছেন?
[17:62]
সে বললঃ
দেখুন তো, এনা সে
ব্যক্তি, যাকে আপনি
আমার চাইতেও উচ্চ
মার্যাদা দিয়ে
দিয়েছেন। যদি আপনি
আমাকে কেয়ামত দিবস
পর্যন্ত সময় দেন, তবে আমি
সামান্য সংখ্যক
ছাড়া তার বংশধরদেরকে
সমূলে নষ্ট করে
দেব।
[17:63]
আল্লাহ
বলেনঃ চলে যা, অতঃপর
তাদের মধ্য থেকে
যে তোর অনুগামী
হবে, জাহান্নামই
হবে তাদের সবার
শাস্তি-ভরপুর শাস্তি।
[17:64]
তুই সত্যচ্যুত
করে তাদের মধ্য
থেকে যাকে পারিস
স্বীয় আওয়ায দ্বারা, স্বীয়
অশ্বারোহী ও পদাতিক
বাহিনী নিয়ে তাদেরকে
আক্রমণ কর, তাদের অর্থ-সম্পদ
ও সন্তান-সন্ততিতে
শরীক হয়ে যা এবং
তাদেরকে প্রতিশ্রুতি
দে।
ছলনা ছাড়া শয়তান
তাদেরকে কোন প্রতিশ্রুতি
দেয় না।
[17:65]
আমার
বান্দাদের উপর
তোর কোন ক্ষমতা
নেই আপনার পালনকর্তা
যথেষ্ট কার্যনির্বাহী।
[17:66]
তোমাদের
পালনকর্তা তিনিই, যিনি তোমাদের
জন্যে সমুদ্রে জলযান
চালনা করেন, যাতে তোমরা
তার অনুগ্রহ অন্বেষন
করতে পারো। নিঃ সন্দেহে
তিনি তোমাদের
প্রতি পরম দয়ালূ।