[17:67]
যখন সমুদ্রে
তোমাদের উপর বিপদ
আসে, তখন শুধু
আল্লাহ ব্যতীত
যাদেরকে তোমরা
আহবান করে থাক
তাদেরকে তোমরা
বিস্মৃত হয়ে যাও। অতঃপর তিনি যখন
তোমাদেরকে স্থলে
ভিড়িয়ে উদ্ধার
করে নেন, তখন তোমরা মুখ
ফিরিয়ে নাও। মানুষ
বড়ই অকৃতজ্ঞ।
[17:68]
তোমরা
কি এ বিষয়ে নিশ্চিন্ত
রয়েছ যে, তিনি তোমাদেরকে
স্থলভাগে কোথাও
ভূগর্ভস্থ করবেন
না।
অথবা
তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী
ঘুর্ণিঝড় প্রেরণ
করবেন না, তখন তোমরা
নিজেদের জন্যে
কোন কর্মবিধায়ক পাবে না।
[17:69]
অথবা
তোমরা কি এ বিষয়ে
নিশ্চিন্ত যে, তিনি তোমাদেরকে
আরেকবার সমুদ্রে
নিয়ে যাবেন না, অতঃপর
তোমাদের জন্যে
মহা ঝটিকা প্রেরণ
করবেন না, অতঃপর
অকৃতজ্ঞতার শাস্তিস্বরূপ
তোমাদেরকে নিমজ্জত
করবেন না, তখন তোমরা
আমার বিরুদ্ধে
এ বিষয়ে সাহায্যকারী
কাউকে পাবে না।
[17:70]
নিশ্চয়
আমি আদম সন্তানকে
মর্যাদা দান করেছি, আমি তাদেরকে
স্থলে ও জলে চলাচলের
বাহন দান করেছি; তাদেরকে
উত্তম জীবনোপকরণ
প্রদান করেছি
এবং তাদেরকে অনেক
সৃষ্ট বস্তুর উপর
শ্রেষ্ঠত্ব দান
করেছি।
[17:71]
স্মরণ
কর, যেদিন
আমি প্রত্যেক দলকে
তাদের নেতাসহ আহবান
করব, অতঃপর
যাদেরকে তাদের
ডান হাতে আমলনামা
দেয়া হবে, তারা নিজেদের আমলনামা
পাঠ করবে এবং তাদের
প্রতি সামান্য
পরিমাণও জুলুম
হবে না।
[17:72]
যে ব্যক্তি
ইহকালে অন্ধ ছিল
সে পরকালেও অন্ধ
এবং অধিকতর পথভ্রান্ত।
[17:73]
তারা
তো আপনাকে হটিয়ে
দিতে চাচ্ছিল যে
বিষয় আমি আপনার
প্রতি ওহীর মাধ্যমে
যা প্রেরণ করেছি
তা থেকে আপনার
পদঙ্খলন ঘটানোর
জন্যে তারা চুড়ান্ত
চেষ্টা করেছে, যাতে আপনি
আমার প্রতি কিছু
মিথ্যা সম্বন্ধযুক্ত করেন। এতে সফল
হলে তারা আপনাকে
বন্ধুরূপে গ্রহণ
করে নিত।
[17:74]
আমি আপনাকে
দৃঢ়পদ না রাখলে
আপনি তাদের প্রতি
কিছুটা ঝুঁকেই
পড়তেন।
[17:75]
তখন আমি
অবশ্যই আপনাকে
ইহজীবনে ও পরজীবনে
দ্বিগুণ শাস্তির
আস্বাদন করাতাম। এ সময়
আপনি আমার মোকাবিলায়
কোন সাহায্যকারী
পেতেন না।