[17:87]
এ প্রত্যাহার
না করা আপনার পালনকর্তার
মেহেরবানী। নিশ্চয়
আপনার প্রতি তাঁর
করুণা বিরাট।
[17:88]
বলুনঃ
যদি মানব ও জ্বিন
এই কোরআনের অনুরূপ
রচনা করে আনয়নের
জন্যে জড়ো হয়, এবং তারা
পরস্পরের সাহায্যকারী
হয়; তবুও তারা
কখনও এর অনুরূপ
রচনা করে আনতে
পারবে না।
[17:89]
আমি এই
কোরআনে মানুষকে
বিভিন্ন উপকার
দ্বারা সব রকম বিষয়বস্তু
বুঝিয়েছি। কিন্তু
অধিকাংশ লোক অস্বীকার
না করে থাকেনি।
[17:90]
এবং তারা
বলেঃ আমরা কখনও
আপনাকে বিশ্বাস
করব না, যে পর্যন্ত না
আপনি ভূপৃষ্ঠ থেকে
আমাদের জন্যে একটি
ঝরণা প্রবাহিত
করে দিন।
[17:91]
অথবা
আপনার জন্যে খেজুরের
ও আঙ্গুরের একটি
বাগান হবে, অতঃপর
আপনি তার মধ্যে
নির্ঝরিনীসমূহ
প্রবাহিত করে দেবেন।
[17:92]
অথবা
আপনি যেমন বলে
থাকেন, তেমনিভাবে আমাদের
উপর আসমানকে খন্ড-বিখন্ড
করে ফেলে দেবেন
অথবা আল্লাহ ও
ফেরেশতাদেরকে
আমাদের সামনে নিয়ে আসবেন।
[17:93]
অথবা
আপনার কোন সোনার
তৈরী গৃহ হবে অথবা
আপনি আকাশে আরোহণ
করবেন এবং আমরা
আপনার আকাশে আরোহণকে
কখনও বিশ্বাস করবনা, যে পর্যন্ত
না আপনি অবতীর্ণ
করেন আমাদের প্রতি
এক গ্রন্থ, যা আমরা
পাঠ করব। বলুনঃ
পবিত্র মহান আমার পালনকর্তা, একজন মানব, একজন রসূল
বৈ আমি কে?
[17:94]
আল্লাহ
কি মানুষকে পয়গম্বর
করে পাঠিয়েছেন? তাদের
এই উক্তিই মানুষকে
ঈমান আনয়ন থেকে
বিরত রাখে, যখন তাদের
নিকট আসে হেদায়েত।
[17:95]
বলুনঃ
যদি পৃথিবীতে ফেরেশতারা
স্বচ্ছন্দে বিচরণ
করত, তবে আমি
আকাশ থেকে কোন
ফেরেশতাকেই তাদের
নিকট পয়গাম্বর
করে প্রেরণ করতাম।
[17:96]
বলুনঃ
আমার ও তোমাদের
মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসেবে
আল্লাহই যথেষ্ট। তিনি তো
স্বীয় বান্দাদের
বিষয়ে খবর রাখেন
ও দেখেন।