[17:97]
আল্লাহ
যাকে পথ প্রদর্শন
করেন, সেই
তো সঠিক পথ প্রাপ্ত
এবং যাকে পথ ভ্রষ্ট
করেন, তাদের
জন্যে আপনি আল্লাহ
ছাড়া কোন সাহায্যকারী
পাবেন না। আমি কেয়ামতের
দিন তাদের সমবেত
করব তাদের মুখে
ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুক অবস্থায়
এবং বধির অবস্থায়। তাদের
আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত
হওয়ার উপক্রম হবে
আমি তখন তাদের
জন্যে অগ্নি আরও বৃদ্ধি
করে দিব।
[17:98]
এটাই
তাদের শাস্তি। কারণ, তারা আমার
নিদর্শনসমূহ অস্বীকার
করেছে এবং বলেছেঃ
আমরা যখন অস্থিতে
পরিণত ও চুর্ণ-বিচুর্ণ
হয়ে যাব, তখনও কি আমরা নতুনভাবে
সৃজিত হয়ে উত্থিত
হব?
[17:99]
তারা
কি দেখেনি যে, যে আল্লাহ
আসমান ও যমিন সৃজিত করেছেন, তিনি তাদের
মত মানুষও পুনরায়
সৃষ্টি করতে সক্ষম? তিনি তাদের
জন্যে স্থির করেছেন
একটি নির্দিষ্ট
কাল, এতে কোন
সন্দেহ নেই; অতঃপর
জালেমরা অস্বীকার
ছাড়া কিছু করেনি।
[17:100]
বলুনঃ
যদি আমার পালনকর্তার
রহমতের ভান্ডার
তোমাদের হাতে থাকত, তবে ব্যয়িত
হয়ে যাওয়ার আশঙ্কায়
অবশ্যই তা ধরে
রাখতে। মানুষ তো
অতিশয় কৃপণ।
[17:101]
আপনি
বণী-ইসরাঈলকে জিজ্ঞেস
করুন, আমি
মূসাকে নয়টি প্রকাশ্য
নিদর্শন দান করেছি। যখন তিনি
তাদের কাছে আগমন
করেন, ফেরাউন
তাকে বললঃ হে মূসা, আমার ধারনায়
তুমি তো জাদুগ্রস্থ।
[17:102]
তিনি
বললেনঃ তুমি জান
যে, আসমান
ও যমীনের পালনকর্তাই এসব নিদর্শনাবলী
প্রত্যক্ষ প্রমাণস্বরূপ
নাযিল করেছেন। হে ফেরাউন, আমার ধারণায় তুমি ধ্বংস
হতে চলেছো।
[17:103]
অতঃপর
সে বনী ইসরাঈলকে
দেশ থেকে উৎখাত
করতে চাইল, তখন আমি তাকে
ও তার সঙ্গীদের
সবাইকে নিমজ্জত
করে দিলাম।
[17:104]
তারপর
আমি বনী ইসলাঈলকে
বললামঃ এ দেশে
তোমরা বসবাস কর। অতঃপর
যখন পরকালের ওয়াদা
বাস্তবায়িত হবে, তখন তোমাদের
কে জড়ো করে নিয়ে উপস্থিত
হব।