[18:21]

এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম, যাতে তারা জ্ঞাত হয় যে, আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোন সন্দেহ নেইযখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল, তখন তারা বললঃ তাদের উপর সৌধ নির্মাণ কর তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভাল জানেনতাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল, তারা বললঃ আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মান করব

[18:22]

অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবেঃ তারা ছিল তিন জন; তাদের চতুর্থটি তাদের কুকুরএকথাও বলবে; তারা পাঁচ জনতাদের ছষ্ঠটি ছিল তাদের কুকুরআরও বলবেঃ তারা ছিল সাত জনতাদের অষ্টমটি ছিল তাদের কুকুরবলুনঃ আমার পালনকর্তা তাদের সংখ্যা ভাল জানেনতাদের খবর অল্প লোকই জানেসাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদ ও করবেন না

[18:23]

আপনি কোন কাজের বিষয়ে বলবেন না যে, সেটি আমি আগামী কাল করব

[18:24]

আল্লাহ ইচ্ছা করলেবলা ব্যতিরেকেযখন ভুলে যান, তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুনঃ আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন

[18:25]

তাদের উপর তাদের গুহায় তিনশ বছর, অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে

[18:26]

বলুনঃ তারা কতকাল অবস্থান করেছে, তা আল্লাহই ভাল জানেননভোমন্ডল ও ভুমন্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তাঁরই কাছে রয়েছেতিনি কত চমৎকার দেখেন ও শোনেনতিনি ব্যতীত তাদের জন্য কোন সাহায্যকারী নেইতিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীক করেন না

[18:27]

আপনার প্রতি আপনার পালনকর্তার যে, কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে, তা পাঠ করুনতাঁর বাক্য পরিবর্তন করার কেউ নাইতাঁকে ব্যতীত আপনি কখনই কোন আশ্রয় স্থল পাবেন না