[18:46]
ধনৈশ্বর্য
ও সন্তান-সন্ততি
পার্থিব জীবনের
সৌন্দর্য এবং স্থায়ী
সৎকর্মসমূহ
আপনার পালনকর্তার
কাছে প্রতিদান
প্রাপ্তি ও আশা
লাভের জন্যে উত্তম।
[18:47]
যেদিন
আমি পর্বতসমূহকে
পরিচালনা করব এবং
আপনি পৃথিবীকে
দেখবেন একটি উম্মুক্ত
প্রান্তর এবং আমি
মানুষকে একত্রিত
করব অতঃপর তাদের
কাউকে ছাড়ব না।
[18:48]
তারা
আপনার পালনকর্তার
সামনে পেশ হবে
সারিবদ্ধ ভাবে এবং বলা
হবেঃ তোমরা আমার
কাছে এসে গেছ; যেমন তোমাদেরকে
প্রথম বার সৃষ্টি করেছিলাম। না, তোমরা
তো বলতে যে, আমি তোমাদের
জন্যে কোন প্রতিশ্রুত
সময় নির্দিষ্ট
করব না।
[18:49]
আর আমলনামা
সামনে রাখা হবে। তাতে যা
আছে; তার কারণে আপনি অপরাধীদেরকে
ভীত-সন্ত্রস্ত
দেখবেন। তারা বলবেঃ
হায় আফসোস, এ কেমন
আমলনামা। এ যে ছোট
বড় কোন কিছুই
বাদ দেয়নি-সবই
এতে রয়েছে। তারা তাদের
কৃতকর্মকে সামনে উপস্থিত
পাবে। আপনার পালনকর্তা
কারও প্রতি জুলুম
করবেন না।
[18:50]
যখন আমি
ফেরেশতাদেরকে
বললামঃ আদমকে সেজদা
কর, তখন সবাই সেজদা
করল ইবলীস ব্যতীত। সে ছিল
জিনদের একজন। সে তার
পালনকর্তার আদেশ অমান্য
করল। অতএব
তোমরা কি আমার
পরিবর্তে তাকে
এবং তার বংশধরকে
বন্ধুরূপে গ্রহণ করছ? অথচ তারা
তোমাদের শত্রু। এটা জালেমদের
জন্যে খুবই নিকৃষ্ট
বদল।
[18:51]
নভোমন্ডল
ও ভুমন্ডলের সৃজনকালে
আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি
এবং তাদের নিজেদের
সৃজনকালেও না। এবং আমি
এমনও নই যে, বিভ্রান্ত কারীদেরকে
সাহায্যকারীরূপে
গ্রহণ করবো।
[18:52]
যেদিন
তিনি বলবেনঃ তোমরা
যাদেরকে আমার শরীক
মনে করতে তাদেরকে
ডাক। তারা
তখন তাদেরকে ডাকবে, কিন্তু
তারা এ আহবানে
সাড়া দেবে না। আমি তাদের
মধ্যস্থলে রেখে
দেব একটি মৃত্যু
গহবর।
[18:53]
অপরাধীরা
আগুন দেখে বোঝে
নেবে যে, তাদেরকে তাতে
পতিত হতে হবে এবং
তারা তা থেকে রাস্তা
পরিবর্তন করতে
পারবে না।