[2:6]
নিশ্চিতই
যারা কাফের হয়েছে
তাদেরকে আপনি ভয়
প্রদর্শন করুন
আর নাই করুন
তাতে কিছুই আসে
যায় না,
তারা ঈমান
আনবে না।
[2:7]
আল্লাহ তাদের
অন্তকরণ এবং তাদের
কানসমূহ বন্ধ করে
দিয়েছেন,
আর তাদের
চোখসমূহ পর্দায়
ঢেকে দিয়েছেন।
আর তাদের জন্য
রয়েছে কঠোর শাস্তি।
[2:8]
আর মানুষের
মধ্যে কিছু লোক
এমন রয়েছে যারা
বলে, আমরা
আল্লাহ ও পরকালের প্রতি
ঈমান এনেছি অথচ
আদৌ তারা ঈমানদার
নয়।
[2:9]
তারা আল্লাহ
এবং ঈমানদারগণকে
ধোঁকা দেয়।
অথচ এতে তারা
নিজেদেরকে ছাড়া অন্য
কাউকে ধোঁকা দেয়
না অথচ তারা তা
অনুভব করতে পারে
না।
[2:10]
তাদের অন্তঃকরণ
ব্যধিগ্রস্ত আর
আল্লাহ তাদের ব্যধি
আরো বাড়িয়ে দিয়েছেন।
বস্তুতঃ তাদের
জন্য নির্ধারিত
রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।
[2:11]
আর যখন তাদেরকে
বলা হয় যে, দুনিয়ার
বুকে দাঙ্গা-হাঙ্গামা
সৃষ্টি করো না, তখন তারা
বলে, আমরা
তো মীমাংসার পথ
অবলম্বন করেছি।
[2:12]
মনে রেখো, তারাই হাঙ্গামা
সৃষ্টিকারী, কিন্তু তারা
তা উপলব্ধি করে না।
[2:13]
আর যখন তাদেরকে
বলা হয়,
অন্যান্যরা
যেভাবে ঈমান এনেছে
তোমরাও সেভাবে ঈমান
আন, তখন
তারা বলে, আমরাও কি
ঈমান আনব বোকাদেরই
মত! মনে রেখো, প্রকৃতপক্ষে
তারাই বোকা, কিন্তু তারা
তা বোঝে না।
[2:14]
আর তারা যখন
ঈমানদারদের সাথে
মিশে, তখন
বলে, আমরা
ঈমান এনেছি। আবার যখন
তাদের শয়তানদের
সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের
সাথে রয়েছি।
আমরা তো (মুসলমানদের
সাথে) উপহাস করি
মাত্রা।
[2:15]
বরং আল্লাহই
তাদের সাথে উপহাস
করেন। আর তাদেরকে
তিনি ছেড়ে দিয়েছেন যেন
তারা নিজেদের অহংকার
ও কুমতলবে হয়রান
ও পেরেশান থাকে।
[2:16]
তারা সে সমস্ত
লোক, যারা
হেদায়েতের বিনিময়ে
গোমরাহী খরিদ
করে। বস্তুতঃ
তারা তাদের এ ব্যবসায়
লাভবান হতে পারেনি
এবং তারা হেদায়েতও
লাভ করতে পারেনি।