[18:62]
যখন তাঁরা
সে স্থানটি অতিক্রম
করে গেলেন, মূসা সঙ্গী কে বললেনঃ
আমাদের নাশতা আন। আমরা এই
সফরে পরিশ্রান্ত
হয়ে পড়েছি।
[18:63]
সে বললঃ
আপনি কি লক্ষ্য
করেছেন, আমরা যখন প্রস্তর খন্ডে
আশ্রয় নিয়েছিলাম, তখন আমি
মাছের কথা ভুলে
গিয়েছিলাম। শয়তানই
আমাকে একথা স্মরণ
রাখতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি
আশ্চর্য জনক ভাবে
সমুদ্রে নিজের
পথ করে নিয়েছে।
[18:64]
মূসা
বললেনঃ আমরা তো
এ স্থানটিই খুঁজছিলাম। অতঃপর তাঁরা
নিজেদের চিহ্ন
ধরে ফিরে চললেন।
[18:65]
অতঃপর
তাঁরা আমার বান্দাদের
মধ্যে এমন একজনের
সাক্ষাত পেলেন, যাকে আমি
আমার পক্ষ থেকে
রহমত দান করেছিলাম
ও আমার পক্ষ থেকে
দিয়েছিলাম এক বিশেষ
জ্ঞান।
[18:66]
মূসা
তাঁকে বললেনঃ আমি
কি এ শর্তে আপনার
অনুসরণ করতে পারি যে, সত্যপথের
যে জ্ঞান আপনাকে
শেখানো হয়েছে, তা থেকে
আমাকে কিছু শিক্ষা দেবেন?
[18:67]
তিনি
বললেনঃ আপনি আমার
সাথে কিছুতেই ধৈর্য্যধারণ
করে থাকতে পারবেন
না।
[18:68]
যে বিষয়
বোঝা আপনার আয়ত্তাধীন
নয়, তা দেখে
আপনি ধৈর্য্যধারণ
করবেন কেমন করে?
[18:69]
মূসা
বললেনঃ আল্লাহ
চাহেন তো আপনি
আমাকে ধৈর্য্যশীল পাবেন
এবং আমি আপনার
কোন আদেশ অমান্য
করব না।
[18:70]
তিনি
বললেনঃ যদি আপনি
আমার অনুসরণ করেনই
তবে কোন বিষয়ে
আমাকে প্রশ্ন করবেন
না, যে পর্যন্ত
না আমি নিজেই সে
সম্পর্কে আপনাকে
কিছু বলি।
[18:71]
অতঃপর
তারা চলতে লাগলঃ
অবশেষে যখন তারা
নৌকায় আরোহণ করল, তখন তিনি
তাতে ছিদ্র করে
দিলেন। মূসা বললেনঃ
আপনি কি এর আরোহীদেরকে
ডুবিয়ে দেয়ার
জন্যে এতে ছিদ্র
করে দিলেন? নিশ্চয়ই
আপনি একটি গুরুতর
মন্দ কাজ করলেন।
[18:72]
তিনি
বললেনঃ আমি কি
বলিনি যে, আপনি আমার
সাথে কিছুতেই ধৈর্য্য
ধরতে পারবেন না
?
[18:73]
মূসা
বললেনঃ আমাকে আমার
ভুলের জন্যে অপরাধী
করবেন না এবং আমার
কাজে আমার উপর
কঠোরতা আরোপ
করবেন না।
[18:74]
অতঃপর
তারা চলতে লাগল। অবশেষে
যখন একটি বালকের সাক্ষাত
পেলেন, তখন তিনি তাকে
হত্যা করলেন। মূসা বললেন? আপনি কি
একটি নিস্পাপ জীবন শেষ
করে দিলেন প্রাণের
বিনিময় ছাড়াই? নিশ্চয়ই
আপনি তো এক গুরুতর
অন্যায় কাজ করলেন।